এখানে অসভ্য সভা,এখানে হিংস্র দানবের বাস,
যেখানে রাজত্ব করে পাপী, মানবেরা আজন্ম দাস
এখানে রক্ত ঝরে, পুতুলের শিশু যোনিপথ ধরে
এখানে রক্তের স্রোত, নেমে আসে বালিকার ঘরে।
এখানে সমস্ত পাপ, পাপিষ্ট এ জনপদ, লোকালয়,
এখানে নিজস্ব ছায়া দেখে, বালিকার মুমূর্ষ ভয়।
এখানে মানব নাই, পাথরের মূর্তি আছে কিছু,
যারা সমস্ত দেখে শুনে বলে, কি নিষ্পাপ শিশু
অতপর এটে দেয় দরজার খিল, নীরবে ঘুমিয়ে পড়ে,
ধর্ষকের উল্লাস শুনে নীরবে সমস্ত রাত ধরে।
এখানে মানুষ নেই, মানুষের মত দেখতে আছে যা,
এখানে তুই নিরাপদ না,
নন্দিনী , তুই পালিয়ে যা।