এই একটা রাত তুমি নেই পাশে,
তাতে কি......
অগণন প্রেমের জোসনা আছে নিশুতি রাতের মোড়ে মোড়ে
মনের সবটুকু ঘ্রাণ জমিনে ঢেলে কথা বলি অংকুরিত বীজের সাথে
ভূমিস্টের আর্তনাদ জানায় সে, প্রতিশ্রুতির পেয়ালায় সাজায় অব্যক্ত কথামালা
নবনী বিলের মাছতারুয়া শৈলেন মাঝি...
গল্পের খই ভাজে ঢেউয়ে ঢেউয়ে...
পানকৌড়ি এসে গেয়ে যায় আবহ সঙ্গীত, আর কি লাগে বলো!
এই একটা রাত... এই একটা প্রহর দীন-হীনের মতো চালিয়ে দিতে...
.
.
.
কিন্তু
আমি পারি না, আমি যতই মনকে সান্ত্বনায় মুড়াতে চাই...
পাখি
চারুবন
কাঠালবাগান
মাঠ মাঠ পাকা ফসল
পাল উড়া নৌকা
আরো কত রকম ছলা কলায়...
মনকে আবদ্ধ করতে চাই..
কিন্তু আটকাতে পারি না ওই দুচোখের নীলাভ ঝরণাধারা...