মানুষের জীবনে কত আশ্চর্য ঘটনাই না ঘটে, তেমনই এক আশ্চর্য সত্য ঘটনা নিয়ে আপনাদের সামনে আজ আমি।
তাইওয়ানের ডাক্তারদের কাছে অন্যতম এক বিস্ময়ের নাম তাইওয়ানে জন্ম নেয়া এই শিশু বাচ্চা "লুই পিউং"!! বাচ্চাটি জন্ম নেয়ার সময় তার দুটো কিডনি কোনো এক কারণে কাজ করছিলো না।। এতো ছোট বাচ্চা, তাই ডাক্তাররা কোনোরকম ঝুঁকি নিতে চান নি।। কৃত্রিম উপায়ে বাচ্চাটিকে বাঁচিয়ে রেখেছিলেন তারা।। এভাবে প্রায় ১০দিন তাকে রাখার পর ডাক্তাররা এক রাতে ঘোষণা দেন এভাবে তাকে আর রাখা সম্ভব না।। এবং তারা বাচ্চার বাবা মাকেও জানিয়ে দেন এই ব্যপারে।। বাচ্চার মা কাঁদতে কাঁদতে এক পর্যায়ে অসুস্থ হয়ে পড়েন।। সকাল ৭টায় লাইফ সাপোর্ট খুলে নেবার কথা ছিলো।।
ভোর ৫টার দিকে বাচ্চাটির মা তাকে শেষবারের মতো দেখতে চান।। জন্মের পর থেকে বাবুটিকে মায়ের কাছে রাখা হয় নি একবারও।। এমনকি খেতে দেয়া হয় নি মায়ের বুকের দুধ।। কাঁপা কাঁপা হাতে প্রাণের টুকরাটিকে বুকে জড়িয়ে ধরেন তিনি কাছে পেয়েই।। বাচ্চাটিও হয়তো মায়ের ছোঁয়া পেয়ে ঢুকরে কেঁদে উঠে।। নিজেকে ধরে রাখতে পারেন নি মা।। আদরের সোনামণিকে পরম মমতায় জড়িয়ে রেখে বুকের দুধ খেতে দেন।।
পরদিন সকালে ডাক্তার এসে দেখে এক আশ্চর্য ঘটনা।। বাচ্চাটিকে সাপোর্ট খুলে নেয়ার আগে শেষবারের মতো তাকে একটা পূর্ণাঙ টেস্ট করা হয়।। এবার দেখা যায় বাচ্চার কিডনি আস্তে আস্তে দেহের তরল ফিল্টার করা শুরু করেছে।। ডাক্তার সকালে বাবুটিকে তার মা দুধ খাওয়ানোর কথা জানতে পান।। এরপর থেকে পুরো এক সপ্তাহ বাচ্চাটিকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয়।। এসময় তাকে মায়ের দুধ ছাড়া আর কোনো ঔষধ বা কিছুই বাড়তি দেয়া হয় নি।। ধীরে ধীরে সবাইকে অবাক করে দিয়ে পুরোপুরি সুস্থ হয়ে উঠে সে।।
মা এবং সৃষ্টিকর্তার দয়া।। এই দুটোই যখন কারো সাথে থাকেন তখন পৃথিবীর কোনো শক্তি তাকে পরাজিত করতে পারে কি??
.........(সংগৃহীত)
আলোচিত ব্লগ
শাহ সাহেবের ডায়রি ।। ভারত থেকে শেখ হাসিনার প্রথম বিবৃতি, যা বললেন
জেলহত্যা দিবস উপলক্ষে বিবৃতি দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (২ নভেম্বর) বিকালে দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে এটি পোস্ট করা হয়। গত ৫ আগস্ট ছাত্র-জনতার... ...বাকিটুকু পড়ুন
এখানে সেরা ইগো কার?
ব্লগারদের মাঝে কাদের ইগো জনিত সমস্যা আছে? ইগোককে আঘাত লাগলে কেউ কেউ আদিম রোমান শিল্ড ব্যবহার করে,নাহয় পুতিনের মত প্রটেকটেড বুলেটপ্রুফ গাড়ি ব্যবহার করে।ইগো আপনাকে কোথায় নিয়ে গিয়েছে, টের পেয়েছেন... ...বাকিটুকু পড়ুন
এবং আপনারা যারা কবিতা শুনতে জানেন না।
‘August is the cruelest month’ বিশ্বখ্যাত কবি টিএস এলিয়টের কালজয়ী কাব্যগ্রন্থ ‘The Westland’-র এ অমোঘ বাণী যে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে এমন করে এক অনিবার্য নিয়তির মতো সত্য হয়ে উঠবে, তা বাঙালি... ...বাকিটুকু পড়ুন
=বেলা যে যায় চলে=
রেকর্ডহীন জীবন, হতে পারলো না ক্যাসেট বক্স
কত গান কত গল্প অবহেলায় গেলো ক্ষয়ে,
বন্ধ করলেই চোখ, দেখতে পাই কত সহস্র সুখ নক্ষত্র
কত মোহ নিহারীকা ঘুরে বেড়ায় চোখের পাতায়।
সব কী... ...বাকিটুকু পড়ুন
মার্কিন নির্বাচনে এবার থাকছে বাংলা ব্যালট পেপার
আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে বাংলার উজ্জ্বল উপস্থিতি। একমাত্র এশীয় ভাষা হিসাবে ব্যালট পেপারে স্থান করে নিল বাংলা।সংবাদ সংস্থা পিটিআই-এর খবর অনুযায়ী, নিউ ইয়র্ক প্রদেশের ব্যালট পেপারে অন্য ভাষার সঙ্গে রয়েছে... ...বাকিটুকু পড়ুন