আজ আমি আপনাদের নতুন ছোট একটি টিপস দেব। অনেক ই হয়ত জানেন, যারা জানেন না শুধু তাদের জন্য এটি।১০০% কার্যকর!!!!!,কারন আমি নিজে এর সুবিধা ভোগ করছি অনেক দিন ধরে।
১)প্রথমত Start menu > All Programs > Accessories > Notepad- Open করে mystring= (80000000) লিখে ফাইলটি ram.vbe নামে Desktop এ সেভ করুন । (অন্য কোন নামে ফাইলটি সেভ করবেন না) ২)এবার Start menu >Run এ regedit লিখে Enter চাপুন । এখন রেজিস্ট্রি এডিটর এর বাম পাশের HKEY_CURRENT_USER > Control Panel>Desktop-এ Single ক্লিক করুন ।(ডেস্কটপে শুধু সিংগেল আর গুলোতে ডাবল।)
৩)এবার ডান পাশের Desktop এর Registry গুলো দেখতে পাবেন সেখান থেকে MenushowDelay খুজে বের করে নিন এবংডাবল ক্লিক করুন ।
৪) এবার এর String Editor আসবে।এখানে ভেলু যাই দেয়া থাক না কেন “0” লিখে OK করুন ।
৫) এবার ফাইল মেনুতে গিয়ে Exit প্রেস করুন এবং কম্পিউটার রিস্টার্ট করুন।
৬) এবার কম্পিউটার চালু হলে Desktop এ থাকা ram.vbe ফাইলটি cut করে Start menu > All Programs > startup এ Right ক্লিক করে Open করে পেস্ট করুন।এবার আপনার সুবিধার জন্য Hidden করে দিতে পারেন। এবার কম্পিউটারের স্পিড লক্ষ্য করুন।
সর্বশেষ এডিট : ০৭ ই নভেম্বর, ২০১২ দুপুর ১:০৭