অামাদের ছোট জীবন চলে বাঁকে বাঁকে,
সুসময়ে প্রিয়তমা বাবু বাবু ডাকে।
পাড় হয়ে যায় সময়, পর হয় নারী,
এক বুক জ্বালাতন দেয় হাতছানি।
ঢিপঢিপ করে হৃদয়, কোথা নাই প্রিয়া,
রাতভর যন্ত্রনায় কাঁদে অাপণ হিয়া।
কিচিমিচি করে সেথা স্মৃতির ডাক,
পায়চারী; বিড়ি টেনে কেটে যায় রাত।
অার-পারে শিউলি অার কাশফুল ফোটে,
স্বপ্নের মুখে অাগুন দিয়ে নিদ্রায় রাত কাটে।
দিন যায় রাত অাসে কেটে যায় বছর,
কৃপন প্রেমিকার নাহি তাতে সুখ জোটে।
সকালে বিকালে কভু সুখ তুমি খুজে,
ভেবে দেখো কত সুখী, তুমি বেলাশেষে।
বলি দিয়ে ভালোবাসা, খুন করে মোরে,
প্রিয়তমা অবশেষে কি এমন পেলে?
জীবনে বাদল নামে, দুঃখে ভর ভর,
মাতিয়া ছুটিয়া চলে কস্টের দল।
মহাবেগে কলকল বিষাদের সুর,
বিশ্বাসের এ খেলা নিয়ে তুমিই মহিষাসুর।