অভিমান
অভিমানী আমি
হয়েছি তো কবেই
ভুলভাবে ভালোবেসে
করেছি নিজেকে পরাজিত
ভুল নিয়ে বেঁচে থেকে
হয়েছি পরাধীন
ভুল করে আশা করে
হয়েছি আশাহীন
ভুল, ভুল, শুধু ভুল করে
ভুল যেন হয়ে গেছি
আমি নিজেই
ভুল ছাড়া ফুল নেই
তুমি ছাড়া গতি নেই
এইতো জীবন
গ্লানি নিয়ে বেঁচে থাকা
ভালোবাসায় ব্যর্থ হওয়া
একতরফা ভালোবাসা
বা ভালোবাসার প্রত্যাখ্যান
আমি চেয়েছি
শুধু চেয়েছি
তোমাকেই
যদি না আসো ফিরে
আমি যাব মরে... বাকিটুকু পড়ুন