হারিয়ে গেছে অন্তরীন নদীর ঝিরঝিরে বাঁক..
হলুদ মাটির গন্ধ,জৈষ্ঠ্যর দুপুর,দিগন্তে মিশিয়ে ইষ্টিশন,মেঘহীন রোদ্দুর
নীলের ভেলায় হারালো বৃষ্টিছাঁট,হারমোনিয়াম,হাতের আড়াল,ধূ ধূ রূপকথা।
ডিঙাতে চাই বোধহীন কুয়াশা....ভুল দিন...ক্ষত...
পেতে চাই বিছিন্ন আড়ালে ঢাকা চকচকে পুরনো বোধ....স্বপ্ন তীর
ভুলগুলো ভাঙতে চাই........ভাঙাতে চাই
আমার না পারা সময় ফিরে আসুক......
তৃষ্হাতুর সমস্ত ইন্দ্রিয় ফিরে আসুক...........