এই ঝড়ের কোন শেষ নেই
পুব আকাশ ঘনিয়ে যে মেঘ এসেছিল তা এখন পরতে পরতে ঘণ জমাট কুলফি আইসক্রিম
এই ঝড় থামবার নয়।
আমি কি জানতাম এমন ভাবে ভেসে যেতে হবে আমায়
এই ঘণ জমাট বাঁধা বরফ স্থির করে দেবে জগৎ জীবন।
আক্ষরিক অর্থে কোন জীবনেই আমি নেই।
কেবল সময়ের সাথে পথ চলছি,
সময় আমায় কোথায় নিয়ে দাঁড়ায় দেখছি
জীবন টাকে হাতে নিয়ে বিভিন্ন ভাবে খেলছিও আমি
দেখছি কতভাবে জীবন নিয়ে দেখা যায়।
বিশ্বাসে মিলায় বস্তু র্তকে বহুদূর.........
বিশ্বাসে বোধহয় হারায় ও আমি হারিয়েছি আমায়...................