কবিতাটা বলার আগে কবিতার গল্পটা বলি, রাস্তা দিয়ে হাঁটছি এসময় দেখলাম একটা ঘরের বারান্দায় দুটি বাচ্চা কুস্তি লেগে গেছে। তাদের মা কুস্তি থামাতে হিমশিম খাচ্ছে। ওদিকে চুলোয় ডেকচিতে কি বসিয়ে এসেছিলো, ভাতই হবে সম্ভবত। জ্বলে ছারখার হয়ে যাচ্ছে এমন। সূর্য যেমন একদিক আলোকিত করলে অন্যদিক অন্ধকার হয়ে যায়, বেচারির ও সেই অবস্থা। কিন্তু একা মানুষ, কি করার আছে? কিচ্ছু করার নাই।
কে করছে আকাশের নীল চুরি
কে দেখছে বল স্বপ্ন গুলি।
শরতের আকাশ যখন সাদা মেঘের ভেলায়,
চাঁদ তার স্বপ্ন ভূলে মাতে লুকোচুরি খেলায়।
সূর্য তখন ব্যস্ত বটে, তটে আলো দিতে
ওদিকে পাহাড় যাচ্ছে অন্ধকারে ঘিরে।
রুদ্রনীল আকাশ যদি কালো হয়ে যায়,
কি'ই বা করার আছে
কে'ই বা করতে চায়।
সর্বশেষ এডিট : ০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:২৪