এদেশের প্রধানমন্ত্রী নারী, বিরোধীদলীয় প্রধানও নারী, আবার অন্য রাজনৈতিক শক্তি বিএনপি এর প্রধানও নারী। সংসদের স্পিকার নারী। এদের কথায় দেশ উঠে আর বসে।
আরেকজন আছেন উনার কথায় ইন্টারনেটের বাত্তি জ্বলে আর নিভে। এতবড় পাওয়ার বাংলাদেশে এর আগে কেউ দেখাতে পারেনি। সেই তারানা হালিম ও একজন নারী।
রাজধানী থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চলে ডিশ লাইনের আরেক মাথা পর্যন্ত সব জায়গায়, এই নারীদের হুকুমে টিভির চ্যানেল পাল্টে। পাবলিক পরিক্ষাতে শুধু মেয়েরাই পাশ করে।
বাসে মেয়েদের আলাদা আসন সংরক্ষিত থাকে। সেখানে ছেলেরা বসলে সমস্যা। আবার ছেলেদের সিটে মেয়েরা বসলে কোন সমস্যা নাই।
পরিবারের আক্কাসের লুঙ্গী আর মোখলেসের গেঞ্জি কেনা হল কি না তার খবর নাই, সখিনা মর্জিনাদের থ্রিপিস চাই ই চাই। তাও আবার হালি হিসাবে।
নারীদের এত দেমাগ, এত ক্ষমতা, এত কেরামতি, তারপরও নিন্দুকেরা বলে এখানে নাকি পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা প্রচলিত। ধিক!!
সর্বশেষ এডিট : ৩১ শে আগস্ট, ২০১৬ রাত ৯:২২