বাংলাদেশের নদীনালা, হাওড় বিল, বনাঞ্চলকে আমরা আমাদের নদীনালা, হাওড় বিল, বনাঞ্চল বলে থাকি।
বাংলাদেশের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মসজিদ, মন্দিরকে আমরা আমাদের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মসজিদ, মন্দির বলে থাকি।
বাংলাদেশের রাস্তাঘাট, সড়ক, ব্রিজ, কালভার্টকে আমরা আমাদের রাস্তাঘাট, সড়ক, ব্রিজ, কালভার্ট বলে থাকি।
তাহলে কেন, বাংলাদেশের সরকারকে আমরা "আমাদের সরকার" বলি না?
কেন আওয়ামীলীগের সময় শুধু আওয়ামীলীগ সাপোর্টার অথবা বিএনপির সময় শুধু বিএনপি সাপোর্টার বন্ধুটাই বাংলাদেশ সরকারকে "আমাদের সরকার" বলবে।
সরকারতো শুধু দলীয় নেতাকর্মীদের মিছিল, মিটিং, ওয়ার্কিং- এই হয় না, হয় জনগনের ভোটে।
তাহলে কেন জনগন, সরকারকে "আমাদের সরকার" বলে না?
কেন? কেন? কেন? কেন? কেন? কেন? কেন? কেন? কেন?
সর্বশেষ এডিট : ০৯ ই আগস্ট, ২০১৬ রাত ১২:৪৩