এই প্রথম রামপাল নিয়ে কিছু লিখতেছি। কিছু কিছু পোলাপান ইন্টারনেটে রামপাল প্রকল্পের বিরোধীতা করে করে ফোন কম্পিউটারের হায়াত কমাতে সেই রকম অবদান রাখছে। কিন্তু আমি তাদের সাথে একমত না। কারন রামপাল প্রজেক্ট থেকে আমরা বিদ্যুতের পাশাপাশি আনুষঙ্গিক কিছু সুবিধা পাবো যা তারা জানে না। আসুন দেখি সেই সুবিধাগুলো কী কী-
১- কয়লাভিত্তিক হওয়ার কারনে সুন্দরবনের ভিতর দিয়ে কায়লার জাহাজ চলাচল করবে। সেইসব জাহাজ সিএনজি-বেবি টেক্সির মত নষ্ট হবে। সারানোর জন্য লাগবে ওয়ার্কশপ। তাই সুন্দরবনের মোড়ায় মোড়ায় কোনায় কোনায় ওয়ার্কশপ গড়ে উঠবে। লোকের কর্মসংস্থান হবে।
২- কেউ কেউ বলে জমি অধিগ্রহণের জন্য সেখানের ৪০০ পরিবারের মানুষদের নাকি উচ্ছেদ করা হয়েছে। আরে আপনারা বিষয়টাকে এভাবে দেখছেন না কেন? বাড়ি ঘর হারানো সেইসব মানুষ জীবিকার তাগিদে শহরের দিকে ছুটবে। শহরের বাসা বাড়িতে কাজের বুয়ার বড় অভাব। মেয়েরা শাবানার মত বাসায় বাসায় কাজ করবে। আর পুরুষেরা আলমগিরের মত ইট ভাংতে ভাংতে হয়ে যাবে কোটি পতি। তাদের জীবনযাত্রার মান উন্নত হবে।
৩- বড় বড় মেশিন চলার কারনে প্রচন্ড শব্দ হবে। এতে লাভ হবে দুইটা। শব্দের কারনে শ্রমিকের কানের সানডে মানডে ক্লোজ হয়ে যাবে। সেই ক্লোজ হওয়া সানডে মানডেকে ওপেন করতে তারা ছুটবে ডাক্তারের কাছে। এতে ডাক্তারের ইনকাম হবে। তাছাড়া ডাক্তারের চাহিদা বাড়লে একসময় যোগানও বাড়বে। পাশাপাশি প্রচণ্ড শব্দে ভয়ে সেই এলাকার সব জ্বীন-ভূত পালিয়ে ভারত চলে যাবে। আমরা থাকবো নিরাপদ।
৪- বাতাসে ভেসে থাকা ছাই গাছে পড়বে। গাছের পাতা হরিণ খাবে। হরিণকে বাঘে খাবে। ফলে বাঘ অসুস্থ হয়ে মারা যাবে। মরতে মরতে একসময় নাই হয়ে যাবে। ফলে দুইদিন পর পর এখন যে বাঘে মানুষ খায় সেই ঘটনা আর ঘটবে না। ফলে আবারো মানুষ থাকবে নিরাপদ।
৫- পশু-পাখি বেঁচে থাকে অক্সিজেন নিয়ে। পরিবেশ দূষণের কারনে সুন্দরবনের পশু পাখি মারা যাবে। ফলে তারা আর অক্সিজেন নিতে পারবে না। সব অক্সিজেন মানুষের জন্য বরাদ্দ থাকবে।
৬- এটার কারনে সেখানে নাকি এসিড বৃষ্টি হবে! ভালো তো। আমরা সেই এসিড সংরক্ষণ করবো। নিজেদের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করবো। দেশ হয়ে যাবে দুবাই-কাতার।
৭- দুর্ঘটনার ফলে নদীতে কয়লা পড়বে। সেখানে কয়লা জমবে। জমতে জমতে একসময় হয়ে যাবে কয়লার খনি। আমাদের আর কয়লা আমদানি করতে হবে না।
৮- সেখান থেকে আমরা পাব বিদ্যুৎ। সেই বিদ্যুৎ দিয়ে আমরা ফোন চার্জ দিব। সেই ফোন দিয়ে আমরা ফেসবুকে ইন্ডিয়ান-পাকিস্থানি পেজে গিয়ে তাদের গালি দিব। তাছাড়া বিদ্যুৎ দিয়ে আমরা........ (কেউ একজন বিদ্যুৎ নিয়ে একটা রচনা লিখে দাও তো)
এত্তসব সুযোগ সুবিধা থাকা সত্বেও কেন আমরা রামপাল প্রকল্পের বিরোধীতা করছি। পোলাপানের কথা ভুলে "মাস্টার মাইন্ড" (?) নিহান ওয়াহিদের কথা শুনুন। রামপাল প্রকল্প কার্যকর করুন।
সর্বশেষ এডিট : ০৭ ই আগস্ট, ২০১৬ রাত ১২:২৬