বিমানবন্দর দখলে, বড় বড় রাস্তাঘাট কিংবা ব্রিজ ও দখলে।
দখলে বড় বড় সরকারি অফিস এবং টিভি চ্যানেল।
সারা দেশে কারফিউ জারী। সেনাপ্রধান জিম্মি।
.
প্রেসিডেন্ট কুতায়ে কুতায়ে উনার আইফোন দিয়ে একটা ভিডিও বার্তা পাঠালেন জাতীর উদ্দেশ্যে। সবাইকে রাস্তায় নামার আহবান করলেন।
দশ মিনিটের ভেতর গণেশ পুরাই উলটে গেল। আক্ষরিক অর্থে লাখ লাখ মানুষ রাস্তায়, এমনকি কোলের শিশুটিকে নিয়েও।
বিরোধীদলের নেতারাও প্রেসিডেন্টকে সমর্থন জানালো। দাঁড়িয়ে গেল সবাই এক কাতারে।
.
একজন নেতা কতটুকু জনপ্রিয় হলে এরকম অবস্থার সৃষ্টি হতে পারে। আমাদের দেশে কি এমন জনপ্রিয় নেতা আছেন? আমাদের জনপ্রিয় নেতাদের লিস্ট শেরে বাংলা থেকে শুরু করে ভাসানি আর বঙ্গবন্ধু হয়ে জিয়াউর রাহমানে শেষ।
কেন জানেন?
কারন জাতী হিসেবে এখন আমরা অন্যের সমালোচনা ছাড়া আর কিছু করতে পারি না। আর আমাদের নেতারা এই আমাদের মধ্যে থেকেই উঠে আসেন। তাই তারা এই গন্ডির মধ্যেই থাকেন।
.
প্রশ্নঃজাতী হিসেবে আমরা এমন কেন?
উত্তরঃ সব বিরোধী দলের চক্রান্ত।
সর্বশেষ এডিট : ১৭ ই জুলাই, ২০১৬ রাত ১:১৩