মনের মধ্যে কিছু প্রশ্ন খোঁচা দেয় রে পাগলা
১-ফেসবুকে জঙ্গি হিসেবে যাদের ছবি ছড়িয়ে পড়েছে কালো পোশাক পড়া অবস্থায়, তাদের ছবি কখন, কিভাবে, কার নিকট হতে সর্বপ্রথম নেটে আসে।
২-যদি আমাক/আইসিস হতে আসে তাহলে ষষ্ঠ যে ব্যক্তি ধরা পড়ল তার ছবি তো আমাক/আইসিস দেয়নি। তাহলে তাকে ধরা হলো কেন? কিসের ভিত্তিতে?
৩- যারা নিহত হয়েছে শুধু তারাই যে সন্ত্রাসী ছিল অথবা তারা যে আসলেই সন্ত্রাসী ছিল সেটা অফিসাররা নিশ্চিত হল কিভাবে? ( একটা অনলাইন নিউজে দেখলাম সন্ত্রাসীরা নাকি অপারেশনের সময় কিছু জিম্মিদের হাতেও অস্ত্র তুলে দিয়েছিল। তাহলে তো সন্ত্রাসী ও জিম্মিদের আলাদা করা কঠিন)
৪- হানিফ, মুরগি কবির আর নাসিম বললেন এগুলো জামায়াত শিবিরের কাজ। যদি তা সত্য হয় তাহলে জামায়াত শিবিরকে পাকড়াও করা হচ্ছে না কেন? নাকি সরকার তাদের ভয় পায়? যদি ভয় পায় তাহলে হাসুদির 'জিরো টলারেন্স ' থিওরির তাৎপর্য কি? আর যদি তাদের কথা সত্য না হয় তাহলে এরকম মিথ্যা অপবাদ দেয়ার মানে কি? 'উদোর পিন্ডি বোধুর ঘাড়ে' চাপিয়ে কি তারা সন্ত্রাসীদের সুযোগ দিচ্ছে না?
.
১০ মার্কের সৃজনশীল প্রশ্ন। সৃজনশীল উত্তর আশা করছি।
বিঃদ্রঃ- (এখানে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্লেইম করা হচ্ছে না)
সর্বশেষ এডিট : ০৪ ঠা জুলাই, ২০১৬ রাত ১২:১৩