জিপিএ ৫ নিয়ে ভাইরাল হওয়া ভিডিও টি নিয়ে যথেষ্ট ফান করেছি
টিভি চ্যানেলের টিআরপি ও বেড়েছে নিশ্চিত
দিনশেষে লাভটা কি হল?? শিক্ষার মান কি বেড়ে গেছে?
.
মনে আছে, জিপিএ৫ না পাওয়ায় কয়েকটা ছাত্র আত্বহত্যা করেছিল? তারা ধরে নিয়েছিল তারা লাঞ্ছিত হয়েছে, তারা আর মুখ দেখাতে পারবে না। অতএব..........। আফসোস হয় তাদের জন্য। প্রতিদিনকার সকাল মুখরিত হবে পাখির কলকাকলিতে, কিংবা রাত্রের আকাশ আলো করে ফুটবে জোৎস্না। সূর্য রক্তিম আভা ছড়াবে উদয় আর অস্তের সময়। কিন্তু তারা তা আর দেখতে পারবে না। এবং তারা জানতেও পারবে না হয়তো তাদের দ্বারা উপকৃত হতে পারতো তারা নিজে এবং অন্যরা।
.
আর ভিডিওর সেই ছাত্ররা! তারা লাঞ্ছিত হয়েছে সারা দেশের কাছে, তারা মুখ দেখাবে কিভাবে? তারা কি আর সহজ হতে পারবে তাদের আশেপাশের মানুষদের সাথে?
.
আচ্ছা, তাদের মধ্যে যদি কেউ আত্বহত্যা করে বসে? সেই দায়টা শুধু কি মুর্খ সাংবাদিকের উপর পড়বে?
.
জিপিএ৫ পাওয়াটা অপরাধ নয়। জিপিএ৫ পাওয়ার পরে I am GPA5 বলাটা হয়তো অপরাধ। এই অপরাধের জন্য কি শুধু ছাত্রটা অপরাধী?? যদি না হয়, তাহলে কেন তাদের এভাবে অপমানিত করা হল? শুধু কি তাই, এর দ্বারা পরোক্ষভাবে অপমানিত করা হচ্ছে আসল মেধাবি ছাত্রদেরও, যারা I am GPA5 বলে না, যারা জানে পিথাগোরাস কে আর মাউন্ট এভারেস্ট কোথায়।
.
এসএসসি পরিক্ষা দেয়ার সময় আমি এই প্রশ্ন গুলোর কতটার সঠিক উত্তর দিতে পারতাম আমি জানি না, আর এটাও জানি না ক্যামেরার সামনে আমার মানসিক অবস্থা কেমন হত।
.
যারা জিপিএ৫ পেয়েছে তাদের উচিৎ এইসব জানা, বাংলাদেশি হিসেবে আপনার আমারও উচিৎ বাংলা বর্নমালা ধারাবাহিকভাবে বলে যাওয়া। পারবেন?
ভিডিওটি ভাইরাল করে আমরা দেখিয়ে দিয়েছি, এরা তা জানে না যা তাদের জানা উচিৎ। এবার আমি নিজেকে বিচার করি, আর যদি না পারি তাহলে নিজের ছবি তুলে ভাইরাল করে দেই, ক্যাপশন "এই লোকটা সেটা জানে না যেটা তার জানা উচিৎ "। সাহস আছে? তা যদি করতে না পারি তাহলে আমার কোন অধিকার নেই আরেকজনের কম জ্ঞানের কারনে তাকে অপমান করা।
.
সত্য কথাটা বলা ভাল, কিন্তু কিভাবে সত্য তুলে ধরতে হয় তা আমাদের জানা আবশ্যক।
সর্বশেষ এডিট : ০১ লা জুন, ২০১৬ রাত ১১:০৭