somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার পরিচয়

একটি গাছ আল্লাহর রহমতে হতে পারে আপনার জীবনের রক্ষাকবচ

আমার পরিসংখ্যান

নাঈম রেজা
quote icon
বৃক্ষ আমার ভালবাসা, আমি বৃক্ষকে ভালবাসি, একটি বৃক্ষ আমার কাছে আমার প্রাণ, হাজার হাজার গাছ লাগাতে চাই, দিনে একটি গাছ লাগালে মাসে 30 টি, এক বছরে 365 টি, সারা জীবনে কত গাছ লাগানো সম্ভাব! পরিবেশ বাচানোর জন্য এই গাছ ই যতেষ্ঠ্য।
আমার সকল পোস্ট (ক্রমানুসারে)

At the beginning of the end

লিখেছেন নাঈম রেজা, ০৭ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:১৯

let's go telling a love story at first in my life



i am something good student, i overtake the class five, first attend class six, i was see a slim nice girl har name is Reksona, so to be i like her, i asking him you are doing love... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ৮০ বার পঠিত     like!

হৃদয়ের ব্যক্ত কথা-নাঈম রেজা

লিখেছেন নাঈম রেজা, ২৪ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৯




আমার হৃদয়ের স্পন্দন
যদি তুমি বুঝতে,
আমাকে খুজতে তুমি
শুধু আমাকে খুজতে !!

হৃদায়ের দ্বার ভেঙ্গে
শুখ গড়েছ কার সঙ্গে,
নিরান্ত ভুল চিরান্ত সত্য
ভুলের নেশায় তুমি মত্য ।

শ্রষ্টার সৃষ্টি কত যে রহস্য
বৃষ্টি হিন মেঘলায় উড় মেঘের হাস্য;
দেখতে যদি তুমি,
বুঝতে সেদিন বুঝতে
আমাকে তুমি এক নিমেষে খুজতে

নিশ্বাঃষ যদি উড়ে যায়
দমকা এক বাতাসে,
কল্পনায় যদি পাও তুমি
আমায় কোন হতাসে... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ১৬০ বার পঠিত     like!

Wrong decision Niem reza

লিখেছেন নাঈম রেজা, ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৩৩


Wrong decision
Niem reza

The new forest flowers phutala
Your house in the heart of okula
Gardening siting liquor
This is the profession of this land.

The couple has fallen legs
My heart has been uprooted,
Blackness Krishnakura is a blossoming piece
The worm of love is sitting on the thorn harry.

Two cut flowers in two branches
Pair woman Flying... বাকিটুকু পড়ুন

৮ টি মন্তব্য      ১৩৭ বার পঠিত     like!

প্রতিশোধের প্রেম- নাঈম রেজা

লিখেছেন নাঈম রেজা, ১৪ ই জুন, ২০১৮ বিকাল ৩:৪৫



প্রতিশোধের প্রেম
নাঈম রেজা

যদি তুমি মনে করো
তুমি জিতে গেছো।
না, এই আমিই তোমাকে
জিতিয়ে দিয়েছি

যদি তুমি মনে করো
তুমি আমাকে ঠকাতে
সক্ষম হয়োছো!
না, এই আমিই তোমাকে
সুযোগ দিয়েছি

আমি যান্তাম তোমার
ভিতরের আমি টা
দাম্ভিকতায় ভরে আছে।
তুমি চেয়েছো
অনুপ তোমার সাথে......
সেই প্রতিশোধ আমাকে দিতে
আমি সেটা আগেই বুঝেঝি,
তোমাকে ভালবাসি
তাই তোমার এই সুযোগটা
আমিই তোমাকে দিয়েছি
তোমার ক্রোধ অবিচল চালিয়ে যাও
আমার... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১৪২ বার পঠিত     like!

হলুদ প্রজাপতি- নাঈম রেজা

লিখেছেন নাঈম রেজা, ১২ ই জুন, ২০১৮ সকাল ১০:১৪



হলুদ প্রজাপতি
নাঈম রেজা

সবাই আমাকে যানে বনের হিংশ্র পাখি হিসাবে,
সেদিন নতুন জঙ্গলে দেখা পেলাম
হলুদ বর্ণের কালো নকশা আঁকা ডানা কাটা প্রজাপ্রতি;
আমি তাকে বললাম;
ভয়পেয়ো না; আমি তোমাকে খাবোনা!
সে ভয়ে আতকে উঠলো,
বিশ্বাস করতে পারেনি;
তবু, দুজনের কয়েক দিন কেটে গেলো জঙ্গলে ।

কিছু প্রেম বিনিময়
কিছু দুঃখ কথা
কিছু হাসি ব্যথা
কিছু কল্পকাহিনী
কিছু স্মৃতি;
কিছু রাত্রি যাপন
কিছু ছোট ছোট... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১৪৪ বার পঠিত     like!

প্রিয়া- নাঈম রেজা

লিখেছেন নাঈম রেজা, ২৭ শে মে, ২০১৮ দুপুর ১২:২৮



প্রিয়া
নাঈম রেজা

প্রিয়া, তুমি যেয়োনাকো ভুলে
বেসোনা ভাল কাউকে,
তোমার স্বপ্ন সারারাত সারাক্ষণ
ভোরের সুক তারা নিরাব এতক্ষণ,
আর কত? কতদিন তুমি দুরে....
থেকে বৃষ্টিঝরা গাছের ন্যায় কাঁদাবে?

আর পারিনা! তুমি আর কাঁদিওনা।
ফিরে ফিরে পালতক শিয়ালের মত
চাহি ফিরে আসো কিনা।

সেই চলা-ফেরা আজ ঢেউয়ের পরে।
নদীর জলে শুন্য বাতাসে,
এক খন্ড দগ্ধ আগুনে ভাসে
প্রিয়া, তুমি যেয়োনাকো ভুলে।
তোমার মুখের হাসি উনিশ... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৬৭ বার পঠিত     like!

হয় হয়কে দেখে -নাঈম রেজা

লিখেছেন নাঈম রেজা, ১৮ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:২৮



হয় হয়কে দেখে
নাঈম রেজা

হয় হয়কে দেখে হয় হয়তে পড়ে,
হয় আসিয়া, হয় হয়কে তোলে,
হয় হয়কে ভুল বুঝে হয়কে হয়তে ফেলে!
হয় নায় তায় হয় লাজে মরে

সমর্থক শব্দে ঃ
অর্থঃ একটা ঘোড়া, আর একটা ঘোড়াকে দেখে ভিতু হয়ে পানিতে পড়ে যায়। অন্য একটা ঘোড়া এসে, পানি থেকে ঘোড়াটাকে তোলে, যাকে তুললো, সে ভুল... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৬৪ বার পঠিত     like!

লাল-সাদা-কালো পল্লীবালা -নাঈম রেজা

লিখেছেন নাঈম রেজা, ১২ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:৫৬




লাল-সাদা-কালো পল্লীবালা
নাঈম রেজা

লাল-সাদা-কালো পল্লীবালার ‘এক ঝাক পায়রা
আকাশে উড়ে গ্রাম বাংলা ‘ভ্রমন করে তারা,
প্রিয়ার সাথে মিলাতে গিয়ে মিলল লাল কালো চুল
পৃথিবীর বয়োসীনী হবে যখন, সাদা বলা হবে না ভুল।
ঠোঁটটা তার ভীষণ লাল, কেন এত রাগী?
সব প্রেমের ছোট ভেবে, হলযে অভাগী!
কত দিন হারিয়ে গেল, ককিলের সুরে সুর
পায়রার ঝাক কেন? পল্লীবালা থেকে... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১৭৭ বার পঠিত     like!

হঠাৎ দেখা সেই মুহত্য, নাঈম রেজা

লিখেছেন নাঈম রেজা, ০৮ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৫৯



হঠাৎ দেখা সেই মুহত্য, পড়ন্ত বিকাল আর কিছু পরেই সূর্য লাল বর্ণ ধারণ করবে। শীতের দিনে আরও তাড়াতাড়ি হয়। কেন যেন এখনি মনে হচ্ছে সোনালী হয়ে গেছে সুর্যটা। আছরের আজান হয়ে গেছে, আমি নামাজের জন্য ব্যস্ত। নামাজ পড়ার জন্য মসজিদে যাচ্ছি। মেইন রোড পার হতে হবে। গাড়ির যনজট আছে। সামনে... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৯৭ বার পঠিত     like!

নয় বছর পেরিয়ে, নাঈম রেজা

লিখেছেন নাঈম রেজা, ০২ রা জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:৩৪



নয় বছর পেরিয়ে
নাঈম রেজা
১৫/০৭/১৭
শনিবার
চাঁচড়া, যশোর।

পেরিয়ে গেল নয়টি বছর,
চেয়েছিলাম আরও আগে...
যে কথা তুমি এখন বলছ!!

শিকারী হয়ে বনে বনে ঘুরেছি
তবু পাইনি একটি হরিণী,
আর নিজে যখন খাঁচায় বন্ধী
হরিণী তখন আমাই খোজে সারা ধরণী।।

ফুল হয়ে সৌরভ ছড়িয়েছি
একবারও বুঝতে চাউনি,
সন্ধ্যা গড়িয়ে গিয়েছে
এখন কেন, অপলক নয়নের চাহনী?

চেয়েছিলাম স্বর্গ থেকে প্রসাধনী এনে
তোমাকেই সাজাতে,
এত আশা, ভালবাসা সয়নি অভাগীর... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৫৫ বার পঠিত     like!

english happy new year 2018 bangladesh

লিখেছেন নাঈম রেজা, ৩১ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:১৭
০ টি মন্তব্য      ১০৩ বার পঠিত     like!

নারী -নাঈম রেজা

লিখেছেন নাঈম রেজা, ১১ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:০৮


নারী
-নাঈম রেজা

তোমাকে নিয়ে সবাই কবিতার
উপমা লেখে,
আমিও চেয়েছি.......
পাইনি, পেয়েছি!
তোমার ভিতরে অবগ্যা আর ঘৃন্যা।
একদিন নির্ঝর গভির রাতে
নিবর ঢেওয়ের নদীর পাড়ে
বসে আকাশের উজ্জল নক্ষত্র খচিত
রূরেপ কথা চাঁদকে
ডেকে বলছিলাম.....!
সে আমাকে তোমার
সমস্ত কুপ্রবৃত্তির আর জঘন্য
কাজের কথা বলল।
তাই আমি তোমার থেকে
অনেক দুরে, বহু দুরে......

ভাংগা, ফরিদপুর, ২১-১১-২০১১
বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৮৪ বার পঠিত     like!

ভাল মানুষ কি ভাবে সিজার হয়। -নাঈম রেজা

লিখেছেন নাঈম রেজা, ০৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৩৭

ভাল মানুষ কি ভাবে সিজার হয়।
নাঈম রেজা

মনিটার টা অনেক দিন যাবত পড়ে আছে। একটা পিসি কিনলে মাঝে মাঝে সময় পাচ করা যেত। সুজন দৌড়ে চলে গেল তার পরিচিত রিকন্ডিশন কম্পিউটার সেলস্ এন্ড সার্ভিসিং সেন্টারে। সেখানে গিয়ে সে একটি পিসি কিনলো। অল্প দামে আর কি বা হবে। কিন্তু বাড়ি নিয়ে যাবার... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৮৩ বার পঠিত     like!

অপূর্ব আশা- নাঈম রেজা

লিখেছেন নাঈম রেজা, ০২ রা ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১৪



অপূর্ব আশা
নাঈম রেজা

যদি বৈশাখী গোলাপ হতাম
আমাকে উপহার দিত,
যদি আকাশের চাঁদ হতাম
আমাকে উপমার সাথে তুলনা করত
যদি বাগানের ফুল হতাম
অনেকে বাগানের মালি হত ।
যদি বাতাস হতাম
অনুভাব করত ।
যদি শীতের সকালের রোদ হতাম
গায়ে মাখত
যদি কোকিল হতাম
আমার সুরে গান গাইত,
যদি আলো হতাম
আমাকে নিয়ে পথ চলত,
যদি সাগর হতাম
আমার বুকে ডুব দিত ! বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৮৪ বার পঠিত     like!

আমি দেখেছি -নাঈম রেজা

লিখেছেন নাঈম রেজা, ০২ রা ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০৪



আমি দেখেছি
নাঈম রেজা
০৬/০৪/০৬

ছায়ানট
আমি দেখেছি বহু পহাড়
দন্ডায়মান সুবি¯তৃত পর্বত শৃংঙ্গ
আপন গৌরবে সমউচ্চ ধরনীর পরে’
আমি দেখেছি বহু জনপদ”
লোকে লোকারণ্য ছুটছে হন্নে হয়ে!
প্রয়োজনের তাগিদে অবিরত ।
আমি দেখেছি সাগর মহাসাগর,
প্রলয়ঙ্গারী প্রবল বেগের ঢেউ”
প্রচন্ড গর্জনে ফেঁটে পড়া তরঙ্গ ।
আমি দেখেছি অভাগিনী মায়ের-
অশ্রুশিক্ত জর্জিত মলিন বদন খানা!
দেখেছি ছেলে হারানোর বেদনা-
প্রকম্পিত রোল”হৃদয় ফাঁটা আত্ম চিৎকার!!
আমি দেখেছি দুঃখ... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৮৩ বার পঠিত     like!
আরো পোস্ট লোড করুন
ব্লগটি ১৬৪৯৫ বার দেখা হয়েছে

আমার পোস্টে সাম্প্রতিক মন্তব্য

আমার করা সাম্প্রতিক মন্তব্য

আমার প্রিয় পোস্ট

আমার পোস্ট আর্কাইভ