ইদানিং ঘুম যখন ই ভাঙ্গুক, মনেই হয়না সকাল হয়েছে...!! জানালা দিয়ে বাইরে তাকিয়ে যদি সূর্য টাই না দেখলাম তো কি আর সকাল হলো বলে বিশ্বাস হয়??!!
এটায় হচ্ছে মানুষ, মানে আমাদের একখানা চাহিদা, না দেখে কিছু আমরা মেনে নিতে অভ্যস্ত না। যদিও অনেক বড় বড় ব্যাপার যার একটি হ্ল ধর্ম, সেটা কিন্তু
শুধু বিশ্বাস এই মেনে নিচ্ছি। উহ্ কেউ কেউ ভাবা শুরু করে দিয়েছে এর ই মধ্যে, লেখা টা কোন দিকে যাচ্ছে, কিন্তু না, আমি মোটেও 'ওই' ব্যাপারে কিছু বলতে
যাচ্ছি না, অনেক কারণের, একটি কারণ আমি নিজেও তাদের ই একজন। অন্য জিনিসপাতি না দেখে মেনে নিতে চাইলেও, ওটা নিয়ে তুলিনা কোনো প্রশ্ন।
এখন কথা হল লেখাটা তবে যাচ্ছে কোন দিকে? ভাল প্রশ্ন ! আমি নিজেও জানিনা, আররে কালকেই মাত্র যাত্রা শুরু করলাম আজ যদি ভাবযুক্ত লেখা শুরু করি তাইলে কি হয় নাকি!! সব লেখার ই কি উদ্দেশ্য থাকতে হয় না। কিছু লেখা কি হতে পারে না, উদ্দেশ্যহীন? না, সেটা শুধু লিখার জন্য লিখা তা নয়, ওটা
অন্য কিছু।
লিখে যাওয়া, জানবো না কেন লিখছি, জানবো না কখন থামতে হবে, মনেই থাকবেনা কোথা থেকে শুরু, এ যেনো বাঁধনহীন চলা। সেটার ও একটা মজা আছে। স্বাধীন স্বাধীন ভাব!! আর আমরা বড় বেশী স্বাধীনতা প্রিয়। একটু বড় হলেই বাবা মায়ের কথা শুনতে চাইনা। আমাদের স্বাধীনতার ব্যাঘাত!! স্কুলে গিয়ে স্যার দের কথা ভালো লাগেনা, আবারো আমাদের স্বাধীনতায় ব্যাঘাত!! যাই হোক একটা পর্যায়ে আমরা ঠিক ই বুঝি ওই স্বাধীনতা জিনিস টা যত কম পাওয়া যায়, ততই মঙ্গলজনক!! আমাদের করা সব কাজ কি আমরা আমাদের মঙ্গলময় কিনা তা ভেবে করি? তা কি সম্ভব!! তবুও কিছু কিছু তো করা যায়। যেমন কৈশোরের অথবা যৌবনের শুরুতে শুরু করা একটা অভ্যাস (বদঅভ্যাস বললাম না, কেন বললাম না, তাও বললাম না) ধূমপান, ওটা ছেড়ে দিয়ে নিজের জন্য একটা মঙ্গলজনক কাজ কিন্তু করাই যায়...।
হায়, শেষ পর্যন্ত জনসচেতনতামূলক লিখা হয়ে গেলো দেখি!!