আমাদের মধ্যে একটা প্রবণতা দেখা যায়, অসাধারণ কিছু করার, অসাধারণ কিছু হবার। আর অসাধারণের সংজ্ঞা কি? অসম্ভব ভালো কিছু বা অসম্ভবের কাছাকাছি কিছু করা।
আসলে কি তাই? আমার তো মনে হয় সারাজীবন সাধারণ থাকতে পারাটাই জীবনের সবচেয়ে অসাধারণ কাজ।
হাস্যকর মনে হচ্ছে?!
হতে পারে। একটু ভেঙ্গে বলি।
জীবনে আর কিছু কেউ করতে পারি আর না পারি, কিছু অসাধারণ কাজ কি সবাই করি না?
জন্ম নিয়েই মায়ের মুখে যে হাসি টা ফুটাই তা কি খুব সাধারণ কিছু?
আমরা পুরুষরা যখন বাবা হই, সেই অনুভূতি টা অসাধারণ একটা কিছু করার অনুভূতি নয়? জীবনে আর কিছু করতে না পারলেও এই অসাধারণ কাজটা তো সবাই করি তাই না?!!
কোন সন্তান যখন তার বাবার কোলে উঠে তার কাধে হাত জড়িয়ে দেয়, সেই মুহূর্তটায় সেই পিতার কি মনে হয় না যে পৃথিবীর সবচেয়ে দামী হার তার গলায় জড়ানো এখন? নিজেকে খুব অসাধারণ কিছু মনে হওয়াটাই কি স্বাভাবিক নয়? ঠিক ওই ক্ষণটার পর কি কেউ বলতে পারবে সে সাধারণ কেউ?
মেয়েদের জন্য এই মুহূর্তটা অবশ্যই তাদের সন্তান জন্ম দেবার সময়। যা কোনো সন্দেহ ছাড়া জগতের অসাধারণ মুহূর্তগুলোর একটি।
অর্থাৎ সাধারণ তো আর থাকা হচ্ছেই না !!
সারাজীবন সাধারণ থাকা যাচ্ছেনা। তার মানে এটা সম্ভব ই না। অসম্ভব কোনটা?
সারাজীবন সাধারণ থাকতে পারাটা। আর আমাদের সাধারণদের সংজ্ঞা অনুযায়ী ওটাই তো হওয়া উচিত সবচেয়ে অসাধারণ কাজ।