বতর্মান সরকারের উন্নয়নের জোয়ার যখন সমুদ্র পৃষ্ঠ অতিক্রম করছে তখরই স্টুপিড ২০ দল হরতাল দিয়ে ঘরে বসে আছে।
দীর্ঘ দিনের রাজনৈতিক প্রতিদন্ধী আওয়ামী লীগ কি আর বসে থাকতে পারে? তাইতো আরেক দাপ এগিয়ে ২০ দলের হরতাল অবরোধ বাস্তবায়নে পেট্রোল বোমা হাতে মাঠে নেমেছে ছাত্রলীগ। সফলতার সাথে বেশ কয়েকটি অভিযানো পরিচালনা করছে তারা। উইকেট পেলেছে প্রায় ৭০ টি।
বিপত্তিটা বাধলো পুলিশের হাতে ধরা পড়ে। তবে উপকারী ছাত্রলীগকে ছিনতে খুব বেশি দেরি হয়নি পুলিশের। তাইতো শুরুতে অস্বীকার পরে মন্ত্রীর প্রত্যায়ন পত্রে মিলল মুক্তি। সৎ আর মেধাবী বোমাবাজদের ধরে রাখে সাধ্য কার?
যাদের সফলতাই সরকারকে জরুরি ভিত্তিতে দেশের প্রতিটি সরকারী হাসপাতালে র্বান ইউনিট খুলতে বাধ্য হয়েছে ।
২০ দলের দাবি বাস্তবায়ন হবে কিনা সন্দেহ আছে তবে ছাত্রলীগ যে চিকিৎসা ক্ষেত্রে আমূল উন্নয়ন সাধন করেছে তার কৃতিত্ব সরকারেরও প্রাপ্য তা কিন্তু আমরা অস্বীকার করছি না!!!
ধন্যবাদ তাদের কে যারা আগুনে পুড়েছেন, আপনাদের জন্যই আজ আমরা র্বান ইউনিট পেয়েছি।
উপরোক্ত কথাগুলো কারো মনে ব্যাথা দিলে দয়া করে গাড়ি নিয়ে রাস্তায় বেরিয়ে পড়ুন। সৎ ও মেধাবীরা তাদের মেধা কাজে লাগিয়ে আপনার ব্যাথা লাগব করবে ইনশাআল্লাহ।
সংবিধিবদ্ধ সতর্কীকরণ : কেউ ভুলেও কলিকাতা হারবালে যাবেন না। প্রতারিত হলে আমরা দায়ি নই।
ছবি উৎস : ৬ তারিখের বাংলাদেশ প্রতিদিনের ১ম পৃষ্ঠার প্রধান শিরোনাম।