রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। বুধবার বেলা ১০টা ৫০ মিনিটে এই কম্পন অনুভূত হয়। তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ভুমিকম্পটি কয়েক সেকেন্ড স্থায়ী ছিল। এ সময় বহুতল ভবনে মানুষ বেশ দুলনি অনুভব করে। এটা এ সপ্তাহে দ্বিতীয় ভূমিকম্প। এর আগে রবিবার ৩.৮ মাত্রার একটি ভূমিকম্প হয়।
ভুমিকম্পের উৎপত্তিস্থল ভারতের আসামে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৪। ভুমিকেম্পর সময় রাজধানীর অনেক মানুষ আতংকে রাস্তায় নেমে আছে। এছাড়া দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্পের খবর পাওয়া গেছে।
Magnitude 5.3 Earthquake
Affected countries: Bangladesh, India, and Bhutan
7 km from Sapatgram, Assam, India · 10:50 AM
2018-09-12 04:50:46 UTC 26.374°N 90.165°E 10.0 KM Depth
সর্বশেষ এডিট : ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৫