মানুষের এ কেমন বিচার ? বড় জানতে ইচ্ছে হয় আসলে তোমরা কি মানুষ নাকি কোন পশু ?
প্রথমে লাঞ্চিত হলেন পরে চাকুরি থেকে বরখাস্ত । জী আমি নারায়ণগঞ্জের বন্দর উপজেলার
পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের সেই প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তের কথাই বলছি ।
তোমরা কি শুনতে পারছো হে বিবেকবান মানুষেরা তোমাদের এ কেমন মানবধিকার আগে লাঞ্চিত করলে
শেষ পযন্ত এবার বরখাস্ত করে ছাড়লে।
আমার পক্ষ থেকে ওই সব জ্ঞানী পাপী মানবধিকার লঙ্গনকারীদের জন্য ধিক্কার আর ঘৃণা থাকলো ।
একজন শিক্ষকের উপরে এতটা অমানবিক অবিচার কোন সুস্থ সমাজ ও জাতিই মেনে নিতে পারে না ।
তার এই করুন অবস্থায় আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে আসলে আমাদের গোটা জাতিই
আজ অসুস্থ হয়ে পড়েছে ।তাই আমাদের পক্ষে এর চেয়ে আর ভালো কিছু দেয়া সম্ভব না দেশ ও জাতির
জন্য । স্যার আপনি আমাদের ক্ষমা করেন আমরা আপনার মতো মানুষ গড়ার কারিগর হই নাই ।
হয়েছি মানুষ নামের অমানুষ হয়েছি ভয়ংকর কোন জীবজন্তু হয়েছি মানুষ রূপের হায়েনা পশুর দল ।
সর্বশেষ এডিট : ১৮ ই মে, ২০১৬ রাত ২:৩১