এটা আমাদের বাংলাদেশেরই সাভারের রানা প্লাজা ভেঙ্গে পড়ার পর সেখানে আটকে পড়ে মৃতদের মধ্যে সবচেয়ে মর্মান্তিক যে ছবিটি সেটি
মানুষ মুখোশের ভিতরে একরকম আর মুখোশের আড়ালে অন্যরকম ।
ভ্যানকুভারে এক মেমোরিয়াল সার্ভিসের সময়
বিবাহবার্ষিকীর আগের দিন মৃত স্বামীর সঙ্গে।
এক শিক্ষকের শেষকৃত্যে ছাত্রের গুরুদক্ষিণা।
রক্ষাকর্তা
এটা ১৯৫৮ সালের ছবি বেলজিয়ামের এক চিড়িয়াখানায় ভিড় করে মানুষ দেখছে আফ্রিকার এক শিশুকে।
ষুধার জ্বালায় একটি শিশু ভাগাড়ের খাবার কুড়িয়ে খাচ্ছে ।
মায়ের চোখের সামনেই ক্ষুধায় কাঁদছে তারই শিশু। কিন্তু মা নিরুপায়।
জুতার করে আনা জলে তৃষ্ণা মেটাচ্ছেন তৃষ্ণার্ত শিশুটি।
কচি কচি শিশুগুলো আকাশের পানে হাত তুলেছেন সৃষ্টিকর্তার উদ্দেশ্যে না। শুধু মাত্র এক মুঠো খাবারের সন্ধানে।
মানুষ কত নিরুপায় দেখুন এদের গায়ে পোশাক পর্যন্ত নেই এরাওতো মানুষ।
ক্ষুধার যন্ত্রনায় শিশুটি মৃত্যুর কোলে ঢোলে পড়েছে আর সেই শিশুকে নিয়ে তার মায়ের আহাজারি ।
কি ভাবছেন হাত পেতে রত্ন মানিক হিরা চাইছে, না আপনার ধারনা ভুল। ইনি হাত পেতে একমুঠো খাবার চাইছে। ক্ষুধার্ত মানুষের কাছে রত্ন আর মানিক হিরার চেয়েও অনেক দাম এক মুঠো খাবারের ।
খাবার সুস্বাদু না হলে আমরা খেতে পারি না। কিন্তু এ শিশুটির শুধু একমুঠো খাবার চাই।
ছবি ইন্টারনেট থেকে সংগ্রহ করা । [
সর্বশেষ এডিট : ১৩ ই মে, ২০১৬ রাত ১:৫৪