আমরা আজ ভুলতে চলেছি সে শ্লোগানটি যে শ্লোগানটি বোধ হয় এখনও পদ্মা মেঘনা যমুনা আবহমান বাংলার কানাচে কানাচে বাতাসের সাথে বয়ে বেড়াচ্ছে মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি । আমরা ভুলে যেতে বসেছি স্বাধীন বাংলায় মানুষকে যে স্বাধীনতা দেয়ার জন্য দীর্ঘ নয় মাস লক্ষ শহীদের রক্তের বিনীময় এবং শত শত হারানো বেদনা সহ করতে হয়েছিল । আজ বাংলার মানুষ নিজেরাই নিজেদের রক্ত দিয়ে হলি খেলায় মেতে উঠেছেন ।
প্রতিটি ঘরে ঘরে আজ মানুষ স্বাধীন দেশের নাগরীক হয়েও অনিরাপত্তা যুদ্ধকামী মানুষের মতো জীবন যাপন করছেন । একে বেঁচে থাকা বলে না এ যেন মরতে বসে মরা হলো না এ যেন মরতে মরতে বেঁচে যাওয়া ।
যেখানে একটি স্বাধীন দেশে একজন সরকারের দায়ত্ব দেশের জনগণের জান মালের নিরাপত্তা দেয়া সেখানে মনে হচ্ছে জনগনকেই নিজেদের নিরাপত্তা সহ দেশের সরকার ও বিরোধীদের নিরাপত্তার দায়ত্ব গ্রহণ করতে হবে ।
এমনটা কারোই আশা না ।কেন বা কিছের জন্য এই রক্তের হলি খেলা । পৃথিবী আদি ইতিহাস ঘাটলেও এই একই পন্ঠা পাওয়া যায় আর তা হলো ক্ষমতা ।
শুধু মাত্র এই একটি শব্দ আর তা হলো ক্ষমতা যা সারা পৃথিবীর মানুষের সুখ শান্তি নষ্টের পিঁছনে মূল কারন হিসেবে কাজ করে চলছে ।
তবে হ্যা এই ক্ষমতারও কিন্তু একটা শেষ আছে । কেননা ইতিহাসে বহু ক্ষমতা রূপী লোকদের ইতিহাস পাওয়া যায় তবে এরা কেউই চিরস্থায়ী ক্ষমতাশীল হতে পারেননি।একদিন না একদিন সকলকে সকল কর্ম ব্যস্তার সকল মায়ার মাঝে সকল ক্ষমতার
অশান্ত লড়াই থেকে বিদায় নিতে হয়েছে ।
যাই হোক গত কয়েকদিন ধরেই যেন দেশে চলছে হত্যার মত এক নৈরশাসকের
মত রক্তের হলি খেলা । আমরা এমন এক অবস্থানে আসি দেখা গেছে এসব হত্যা যজ্ঞের জন্য হয় সরকার বিরোধী দলকে দোষ দিচ্ছেন
নয়ত বিরোধী দল সরকারকে দোষ দেন । প্রশ্ন সেটা না প্রশ্ন হল আপনেরা কে কি নিয়ে লড়াই করবেন তা আপনাদের বিষয় তবে
এসব লড়াইয়ের আগে আমাদের সাধারণ জনগণের নিরাপত্তা নিয়ে ভাবুন ।তার পর যত মন চায় লড়াই করুন কেউ বাঁধা প্রদান করিবে না ।
সর্বশেষ এডিট : ২৭ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৪৩