১) সবচেয়ে ভারী শিলা: বাংলাদেশে শিলা বৃষ্টির সময় সবচেয়ে বড় শিলাটির ওজন মাপা হয়, যার ওজন ১ কেজির ও বেশী ছিল। এবং এ শিলা বৃষ্টির সময় ৯২ জন লোক মারা জায় গোপালগন্জে, ১৪ ফেব্রুয়ারি ১৯৮৬।
২) সবচেয়ে বড় মানব বন্ধন: ১১ ডিসেম্বর ২০০৪ সালে ৫ মিলিয়ন লোকের ও বেশী লোক তাদের হাতে হাত রেখে ১,০৫০ কিলোমিটার দৈর্ঘের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত একটি মানব বন্ধন তৈরি করে।
৩) সবচেয়ে বড় স্টেপল চেইন: সবচেয়ে বড় স্টেপল চেইন(staples chain) স্থপতি ছিলেন খন্দকার শিহাব আহমেদ যেটার দৈর্ঘ্য ছিল ১৮২.৭৩ মিটার এবং এর । এটা ৩ নভেম্বর ২০০৭ সালে প্রদর্শন করানো হয়।
৪) একই পিতা মাতার সর্বাধিক সন্তানের সাথে অপর পিতা মাতার সর্বাধিক সন্তানের বিয়ে: নরেন্দ্র নাথ এবং তারামোণি রায় এর পাঁচ ছেলের সাথে তারারপোদা কর্মকার এবং খনা রাণী রায় এর পাঁচ মেয়ের বিয়ে হয় ১৯৭৭ থেকে ১৯৯৬ সালের মধ্যে।
৫) সবচেয়ে কম বয়সে বিয়ে: ১৯৮৬ সেলে ১১ মাসের একটি ছেলের সাথে ৩ মাসের একটি মেয়ের বিয়ে হয় পাবনা জেলার কাছে
তাদের পারিবারিক ২০ বছরের জমি সংক্রান্ত সমস্যা সামাধানের জন্য।