ফেবু এক আজিব জায়গা। এক একটা আইডি দেখে বোঝার উপায় নাই এইটা আসলেই মেয়ে, ছেলে নাকি হিজড়া। তারপরও তাঁরা যে পরিচয় দেয় সেটা মেনে নিয়েই চলতে হয়। মাঝে মাঝে সন্দেহ জাগে। কিছু মেয়ের আইডি আছে তাঁদের ভাষা শুনলে স্বয়ং ইবলিশও বিশ্বাস করবে না এইটা মেয়ে আইডি। চ্যাতনা দণ্ড না থাকলেও সকাল বিকাল যেভাবে ফাক ফাক করে কেমনে মাইনা নিই এইটাই আমাদের চিরাচিত বাংলার মা, বাংলার রমনী, বাংলার কিশোরী যে সব সময় দুপাশে বেনী করে ছুটে বেড়ায়। অবলিলায় বলছে তোর মারে চু*, আমি জিগাইলাম “কেমনে আফা…? আপনি কি সমকামী?” তাইলে তাই তোর সমস্যা কি? ব্রাদার, তুমি যে পাক্কা হিজড়া এইটা বলতে সমস্যা কি, মেয়ে নাম নিয়া চলতে কি খুব মজা লাগে? সাথে সাথে ব্লক খাইলাম।
কাকে কাকে চাই আপনার? সবাইকে পাবেন এই ফেবুতে। বঙ্গবন্ধু থেকে শুরু করে ৭৫ এর ঘটনার নায়কেরা সবাই আছেন। এইসব নামে আইডি চালাতে চালাতে এখন তাঁরা নিজেদেরকে ঐ মানুষটি ভাবতে শুরু করেছে।
আমরাও উপভোগ করি, মজা পাই। বঙ্গবন্ধু হত্যার অভিযোগে যাদের ফাঁসি হয়েছিল তাঁরাও দেখি পোস্ট দেয় – “আমরা ৭৫ এ জাতিকে উদ্ধার করেছিলাম, আবারও করবো”, শুনতে মজা লাগে কিন্তু হাসিও পায়। ব্রাদার আপনি এখন কই? কবরে বইসা থ্রি জি দিইয়া নেট চালাইতেছেন নি? তাঁরা নিজেদেরকে ফেক আইডি হিসাবে মনে করেনা, চলতে চলতে সবাই নিজেদেরকে রিয়েল মনে করে। কারন তাঁরা সবাই আজ ফেবুতে সেলিব্রেটি।
ফেবুতে শিবিরের বিশাল একটা প্রভাব আছে, একক রাজত্ত বলা চলে। যে কেউ চাইলে শিবির নাম নিয়ে সহজেই সেলিব্রেটি হয়ে যেতে পারে। আই মিন সহজেই যে কোন পোস্টে ৫০০/১০০০ লাইক পাইতে পারে। এই সুবিধার সুযোগে একটা গ্রুপ শুরুতে শিবিরের পক্ষে ইসলামের পক্ষে অনেক সুন্দর সুন্দর লেখা একসময় লিখেছে। এর ভিতর সোহাগ আহমেদ, আরজেল, জাফরান সূর্য উল্লেখযোগ্য। এক সময় মনে হতো এরা শিবিরের কোন সেন্ট্রাল কমিটিতে আছে। ধীরে ধীরে এদের আসল পরিচয় বের হতে থাকে। তাঁদের পোস্টের ভাব পরিবর্তন হতে থাকে, তাঁরা শিবিরের ছেলেদের উত্তেজিত করতে শুরু করে, অস্ত্র হাতে নিতে বলে। যখন শিবিরের ছেলেরা এইসব কথার বিরুধিতা করতে থাকলো তখনই তাঁরা কুফুরি দল হিসাবে শিবিরকে সাব্যস্ত করলো। এখন তো তাঁরা ওপেন সেক্রেট। তাঁরা আল কায়েদা সদস্য বলে পরিচয় দেয়, অস্ত্র ছাড়া, জিহাদ ছাড়া কোন কথা নাই মুখে। সব মাইরা ফালামু, কাইটা ফালামু অবস্থা। ইতিমধ্যে শিবিরের কাছ থেকে যা নেবার নিয়ে নিয়েছে। বিশাল এক ফলোয়ার লিস্ট তাঁদের নেয়া হয়ে গেছ।
কাল শিবির পরিচয় দেওয়া কিছু ছাগল পুলাপাইন দেখলাম। বাংলাদেশ পাকিস্থান খেলাতেও সরাসরি পাকি সমর্থক সাইজা বইসা আছে। ৭৭ এর পর তোমার জন্ম হইলেও নিন্দুকেরা তোমাকে রাজাকার বলে। তাই বইল্লা তোমার কাজ দিয়েও প্রমান দিতে হবে তুমি রাজাকার?ব্রাদার, রাসুল (সাঃ) কিন্তু দেশকে প্রচণ্ড ভালোবাসতেন, মদীনার পথে যাত্রার সময় নিজ দেশ ত্যাগের কষ্টে চোখের পানি ফেলেতে ফেলতে পথ চলেছেন। ভুইল্লা গেছেন? দেশ প্রেম না থাকলেতো আপনার মনের চাওয়া আর রসুল (সাঃ) এর মনের চাওয়ায় মিল থাকেনা। রাসুল (সাঃ) এর চাওয়ার সাথে মিল থাকবেনা আবার একটি ইসলামী দলের সদস্য পরিচয় দিবেন, কিভাবে সম্ভব?
ফেসবুকে ভালো একটা জায়গা দখল করে আছে এডমি বাহিনী। সব পোস্টের ভিত্রে যাইয়া আমন্ত্রন জানায় এডমি। সেটা আবার বিভিন্ন কবিতা গানে। এরাও বিনোদনের একটি জায়গা দখন করে আছে।
সারা দিনের অফিস, কাজের ব্যস্ততা, পরিবার সন্তান সংসার এমনি একটি পার্ট হয়ে দাঁড়িয়েছে ফেস বুক। জয় হোক তোমার ফেসবুক।