আমার বেশী কিছু চাই না, বেশী কিছু কখনই লাগে নি
অদম্য ভারী মেশিন গান কিংবা দূরপাল্লা মর্টার শেল,
লাগে নি তো;
একটা সেকেন্ড হ্যান্ড স্টেনগান অথবা মান্ধাতা থ্রি নট থ্রি
সাথে হয়ত জং পড়া দু’ডজন গুলি
তাতেই চলেছিল ঢের
কলমহীন নষ্ট ছেলের লালচে কবিতা
সবুজ হৃদয়ে স্থান পেয়েছিল । ।
আমরা স্বাধীন হয়েছি কিন্তু আসলেই কি আমরা স্বাধীন? আমি তো দেখি, আমরা বেশ স্বাধীনতার সাথে অন্যান্য জাতির জীবন যাপন, চিন্তা, সংস্কৃতি অনুকরণ করে আসলে সেই পরাধীনতার মাঝে ছুটে চলেছি। আমাদের নিজস্বতা তো আমি তেমন কোথাও খুঁজে পাই না। আমাদের নিজস্বতাকে বাঁচিয়ে তুলতে একটা বিপ্লব হওয়া দরকার।
জীবন মানেই সংগ্রাম আর সে সংগ্রামের সবচেয়ে বড় হাতিয়ার মানুষের নিজস্বতা, স্বপ্ন ও দৃঢ়তা। নিজের স্বপ্ন , স্বত্বা ও অধিকার রক্ষায় দৃঢ়চেতা সকল বিপ্লবীকে উৎসর্গ করেই এই কবিতা। অনুপ্রেরণায় থাকলো বাংলার স্বাধীনতা যুদ্ধের লাখো বিপ্লবী প্রাণ।
রচনাকালঃ ২রা সেপ্টেম্বর ২০১৬
সর্বশেষ এডিট : ০৪ ঠা নভেম্বর, ২০১৬ সকাল ১০:১৬