যদি কোন দিন
কোন মুহূর্তে আনমনা স্মৃতিদের ভিড়ে
যদি কোন এমনই এক রোদহীন শীতের ভোরে
আমাকে খোঁজ তুমি
জেনো সেই কুয়াশায় কলই শাকের মাঠে আমি থাকি।
সোনা রঙ ঝরা পাতায় শিশিরের উৎসবকামী
পড়ন্ত হিম বিন্দুতে পৃথিবীর ছায়া যখন
অশান্ত চোখের তারায় বিম্বিত সূর্যের মতন
তাদের ক্ষণিকের প্রসারিত বুকে অঙ্কিত হয়
যখন দিগন্তের বাসন্তি সর্ষেরাও ফুলেল উত্তরায়
তোমার হাসির মত হাসে,
যখন খেজুরের রসে
সিক্ত শালিকের ঠোঁট আরো কয়েক চুমুকে ভাসে
আমি থাকি সেইখানে
ভেজা পাতায় ধোঁয়ার গন্ধ ছড়ানো আগুনে
কৃত্রিম রোদে খালি গা শিশুটির দারিদ্রতায়
অথবা সেই ছানি চোখ প্রাচীনের মুমূর্ষুকায়
শতাব্দীর পুড়ানো চাদরের মত আমি থাকি
আর তোমার শরীরে
চিরদিনের মত সঞ্চিত নরম ওম খুঁজে ফিরি।
২৮-১০-১৬ ভোরঃ ০৮ঃ৩০ মিনিট
সর্বশেষ এডিট : ০২ রা নভেম্বর, ২০১৬ সকাল ৮:১২