সময়টা এলোমেলো
আমার অগোছালো বিছানার চাদরের মত
টেবিল জোড়া লাল নীল খয়েরি যত
প্রয়োজনীয় বইগুলো
এলোপাতারি, ছেঁড়া, ছড়ানো ছিটানো
তার পড়ে থাক পুরানো ভুল ভ্রান্তির মত
কেন গোছানোর বৃথা আয়োজন
তারচেয়ে বরং আজ এই সময়
এ বিছানারই এক কোণে
একটা বালিশ চেপে থাক বুকের নিচে
আর আঙুলে পরুক ধরা
একটা কলম আর কয়টা পাতা
একটা কবিতা খুব সুখের ঘোষণা লিখুক
জ্বলজ্বলে চোখে ভাসুক আগামী নতুন সুর
এক আধটা দুপুর পুড়ে খাক হয়ে যাক রোদে
কতটুকু ঋণ আর বাকিটা শোধে
কেটে যাক দুই একটা জীবন
ও আমার সময়
ও কাটাকাটি কবিতার খাতার পাতা, দিনে দিনে ক্ষয়
শুধু কিছু কবিতার জন্ম দিও ফুরাবার আগে
প্রতিটা নতুনে সাদা আলোর আহ্বানে
ও আমার সময় । । ।
সর্বশেষ এডিট : ১৪ ই অক্টোবর, ২০১৬ রাত ৮:২০