এবার বুঝি চুকে গেছি, সমাজ কথা ঋনের খাতায়
এবার যেন তল পেয়েছি, অবুঝগাঁথা মুক্তি কথায়
দ্বন্দ্ব যত যুক্তি লড়াই, জেনে গেছি সব অভিনয়
গোলক ধাঁধায় জগত বাঁধা, ছাঁচে ঢালা সবার হৃদয়;
ছুটছো তুমি ছুটছে সবাই, অনেক আলোয় চোখ ধাঁধালো
আমায় তুমি বুঝবে সে কি ! আস্ত আমড়া কাঠের ঢেঁকি।
জন্ম-বিয়ে-জন্ম-মৃত্যু, খাদ্য-বস্ত্র-শিক্ষা-বাস্তু
পেতেই হবে রুটিন মত, তা না হলে তুই অসভ্য
টাকার মায়া কান্না-কাটি, চাঁদও নাকি ঝলসা রুটি
স্বপ্ন ভাঙে আশার চাপে, আশা থাকে দুর্বিপাকে;
আমি জ্বললাম ইটের ভাঁটায়, অনেক কালোয় রোদ পালালো
বলল তোমায় বুঝবো সে কি ! আমড়া কাঠের আস্ত ঢেঁকি।
নিজের জীবন পরের ফাঁদে, পদচিহ্নে নিশান আঁকে
যখন ঘুড়ির সুতো কাটে, করুন দৃষ্টি চক্ষু পটে
হাজার রঙের আহা উহু, কি যে হল এই বিপাকে
পাঁজর গুলি পিত্তথলির তিক্ত রসে কাব্য লেখে
আমি একা থাকি আমার মত, আগুন তোমার দহন কত
পুড়বে আমায় তুমি সে কি ! আস্ত আমড়া কাঠের ঢেঁকি।।
মূলত এটা একটা গান। আমার লেখা তৃতীয় গান। সুরের কাজ করছি।
সর্বশেষ এডিট : ২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:৩১