ছাত্ররাজনীতি আমাদের দেশে এখন ক্ষমতাশীল দলের হাঠিয়াল বাহিনিতে পরিনত হয়েছে।
১৯৫২ তে ছাত্ররা শুরু না করলে এখন হয়তো আমার এই লেখা বাংলায় লেখা সম্ভব হতো না, হয়তো বাংলাদেশের নাগরিক থাকতাম না।
সেই হিসেবে সবাই ছাত্ররাজনীতিকে সবাই একটা অনেক বড় জিনিস হিসেবে দেখতো।
কিন্তু এখন ছাত্রলীগ, ছাত্রদল শুধুই মাত্র লাঠিয়াল বাহিনি ছাড়া আর কিছুই না।
সবার কাছে একটা প্রশ্ন এখন ছাত্ররাজনীতিকরা ছাত্রদের জন্য কি করে?
প্রতিটা জেলার ছাত্রলীগ এখন ঠিকাদারী করে, কিছু আবার চাদাবাজী করছে, ছাত্ররাজনীতি করে তাদের বড় একটা অংশের কাছে অস্র আছে।
এদের কাজ প্রতিপক্ষের উপরে প্রভাব বিস্তার করা। এলাকার দখলে রাখা। এলাকার মাদক ব্যবসা মদদ কিন্তু রাজনীতিক দলের পক্ষ থেকেই করা হয়।
কিছুদিন পর পরেই বিশ্ববিদ্যালয়ের গোলাগুলি, মারামারি, চাদাবাজী, টেন্ডারবাজি, হত্যার খবর আসে,...
প্রশ্ন আর কত নিচে নামলে পরে দেশে ছাত্ররাজনীতি বন্ধ করতে সবাই সচ্চার হবে?
অনেকেই বলবেন যে অনেক হামলার বিচার হয়েছে, তারা ভন্ড কারন তারা জানে প্রভাবসালীরা বিচারে পার পেয়ে যায়।
সর্বশেষ এডিট : ০৭ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৪:২৩