কিন্তু আপনি যদি গুগুলে ইমেজ সাচ দেন তবে কি দেখবেন? [sb]রানাপ্লাজা,মৃত্যু,বন্যা,ভাংচুর,লাশের সারি,পুলিশি একসান,হরতালের ভাংচুর >>>
আপনি কখনোই এই ছবি দেখে বাংলাদেশে ভ্রমনের কোন চিন্তা মাথায় আনবেন না.... ( এটাই সত্য)
সবাইকে অনুরোধ করবো একটু malaysia শব্দটি গুগুলে ইমেজ সাচ` দিন > কয়টি খারাপ ছবি দেখছেন?? ১টা্ও না..
Nepal শব্দটা দিয়ে দেখুন এমন সব ছবি দেখবেন তাতে আপনার মন নেপাল যেতে চাইবে...
কিন্তু যদি bangladesh সাচ দিলে এই রকমের ছবি আসে তবে অনেকেই হয়তো বাংলাদেশ ভ্রমনের জন্য উতসায়ী হবে...
আমাদের দেশে পয`টন ক্ষেত্রে অনেক অগ্রসর হচ্ছে তার সাথে তাল মিলিয়ে যদি গুগুল/ইয়াহু সাচে` পজেটিভ ইমেজ দেখালে বাইরের দেশের পয`টকরা আমাদের দেশে ভ্রমনের ক্ষেত্রে চিন্তা শুরু করবে....
এইজন্য আমার চিন্তা হইলো আমরা যারা ইন্টারনেটে অনেক সময় ব্যয় করি তারা চেস্টা করলে হয়তো দেশের জন্য এই কাজটুকু করতে পারি...
আমি জানিনা কিভাবে করা যাবে কিন্তু একটা উপায় তো অবশ্যই আছে.... আর সবাই যদি এগিয়ে আসি তবে আমরা পারবো বলেই আমি বিশ্বাস করি...
গুগুল ইমেজ কিভাবে কাজ করে;-
* গুগুল স্পাইডার বিভিন্ন পেজ থেকে ইনফরমেসন নিয়ে >>> তারপরে সেটা সাজিয়ে রাখে.... যখন কেউ গুগুলে বাংলাদেশ লিখে সাচ দেয় তখন ঐ ইন্ডেক্সে খুজে দেখে এবং তাকে ঐ ছবি গুলি দেখায়....
নিচের ভিডিও তে গুগুলের ইমেজ সাচ` কিভাবে কাজ করে তা নিয়ে>>
আমার অভিঙ্গতায় দেখেছি মানুষ কোথাও যাবার আগে ইন্টারনেটে সাচ` দিয়ে দেখে জায়গাটা কেমন...
একটা জিনিস দেখেছি যে রানা প্লাজার ছবির নামে বাংলাদেশ..jpg আছে তাই গুগুল সাচে ঐ বাংলাদেশ নামের উপরে ভিক্তি করে ঐ ছবিটা সাচ পেজে দেখায়....
আমরা যারা প্রাকৃতিক ছবি তুলি... এবং নেটে দেই তাদের ছবির নাম দেওয়র সময় অবশ্যই bangladesh শব্দটি দেওয়া উচিত..
আসেন ঠিক করি কি কি করা উচিত....
১) সবাই কে দেশের প্রকিৃতিক ছবি আপলোড করার সময় অবশ্যই Bangladesh.jpg ব্যবহার করতে উদ্ভুধ্য করতে হবে...
২) ছবি গুলির সেটিংস যেন পাবলিকের জন্য উন্মুক্ত থাকে....
৩) পিকাসা, গুগুল ব্লগারে যাদের ছবি আছে তারা আস্তে আস্তে দেশের প্রকিৃতিক ছবির নামে bangladesh এবং ছবি+এলবামের ট্যাগে bangladesh শব্ধটি লাগিয়ে দিন... ( গুগুল তার নিজের পিকাসা..গুগুলব্লগারেকে প্রধান্য দেবে)
৩) যেই নেগেটিভ ছবি গুলি প্রথম পাতায় আসে সেই গুলির সাইটের এডমিন দের বলতে হবে যেন তারা ছবি গুলি সরাইয়া দেয় বা ছবির নাম থেকে
Bangladesh শব্দটা বাদ দেয়... >>> (এর মাধ্যমেই গুগুল ছবি বেছে নেয়..)
৪) আপনার পরিচিত টেকি গুরু দের কাছে আইডিয়া পেলে ব্লগে সেয়ার করুন...
আমার একটা পিকাসা/গুগুল+ এলবাম>> রুপসী বাংলা
সবার আরো মতামত আশা করছি....
এই নিয়ে কিছু কাজ দেশে হচ্ছে>> মিকি http://www.youtube.com/watch?v=SvgPxOoLdgU
আরো দরকার...
নিচের ভিডিও কিভাবে গুগুল ইমেজ সাচ` থেকে কিভাবে সরাতে হয় তা নিয়ে...