সম্পূর্ণ ফান পুষ্ট ।। যারা সবকিছু তে দেশ প্রেম খুজেন বা খুব সিরিয়াস পাবলিক তারা দূরে থাকবেন ।।
অনন্ত জলিল মাইক্রোসফট এ ‘Programmer’ (আনুষ্ঠানিক) পদের জন্য তার সিভি পাঠিয়েছিল।
কিছু দিন পরই তিনি একটি রিপ্লাই পান।
জলিল চিঠি পেতেই খুবই খুশি এবং এক্সাইটেড হয়ে পড়লেন।
সঙ্গে সঙ্গে কিছু সংবাদ কর্মী , টেলিভিশন ও রেডিওর টক শো টিম কে ডেকে নিয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করে ফেললেন এবং বললেন:
সাংবাদিক ভায়েরা, আপনারা জেনে খুশি হবেন যে আমি অ্যামেরিকাতে মাইক্রোসফট এ চাকুরি পেয়েছি।
সবাই খুবই অবাক হল।
সে বলতে লাগলো: এখন আমি আপনাদের সবাইকে আমার এপ-ওয়েন্টমেন্ট লেটার পড়ে শোনাবো। কিন্তু লেটার টা ইংরেজিতে তাই সাথে সাথে বাংলায় ট্রান-সেলেট করে শোনাবো। গত বারের মত টাইপের বিভ্রান্তি এড়ানোর জন্য।
বলে সে ট্রান্সলেইট করে করে পড়ে শোনালো সাংবাদিকদের-
Dear Mr. Jalil ,
প্রিয় জলিল- ভাইয়া ।
You do not meet:
আপনি তো কখনো দেখাই করেন না।
Our requirement for the ‘Programmer’ position please
আপনার মত একজন আনুষ্ঠানিক আমাদের খুবি দরকার প্লিজ .
do not send any further correspondence:
আর কোন চিঠি পাঠানোর দরকার নাই ।
No phone call:
ফোন করারও কোন দরকার নাই ।
shall be entertained:
অনেক আতিথ্য করা হইবে-
welcome:
ভাল ভাবে আসুন ।
Thanks:
অনেক ধন্যবাদ ।
Bill Gates:
বিল গেটস ভাইয়া।
চিঠিতে আসলেই যা লেখা ছিল তা হলো-
Dear Mr. Jalil ,
You do not meet our requirements for the ‘Programmer’ position. Please do not send any further correspondence.
No phone call shall be entertained or welcomed.
Thanks.
Bill Gates
(From news.zoombangla)