রোজার মাস সংযমের মাস ।। আল্লাহ এর সান্নিধ্য লাভ করার মাস ।। এই মাসে পাপ কাজ থেকে দূরে থাকা উচিত ।।
শোনা যায় রমজান মাসে আল্লাহ শয়তান কে শিকল দিয়ে বেধে রাখেন ।। কিন্তু এই কথাটা শুধু আমাদের বেবসায়ি দের জন্য খাটে না ।তাদের উপর শয়তান ভর করে বসে। তারা যেভাবে পারে কালোবাজারি , মজুতদারি করে সকল নিত্তপন্নের দাম আকাশ ছোঁয়ায় দেয় ।। আমাদের সরকার ত মাশাল্লাহ সরকার ।। সে পারলে অই দাম এর উপর আরও tax বসাইয়া জনগনের পুটু মারার জন্য বেস্ত হয়ে পরে ।।
সাধারনত বেশিরভাগ মুসলিম দেশগুলোতে ঈদ গুলোতে জিনিসপত্রের দাম কম থাকে ।। এমনকি ক্রিসমাস এর উতসবে অনেক দেশেই পন্নের উপর বিভিন্ন মূল্যছাড় দেয়া হয় ।যাতে সবাই তাদের উতসবে আনন্দ করতে পারে।
সে হিসাবে বাংলাদেশ সম্পূর্ণই ভিন্ন ।। যেকোনো উতসব এর আগে প্রয়োজনীয় জিনিসপত্রের দাম আকাশ ছুবে ।। শাক সবজি , তরকারি কোন কিছুই হাতের নাগালে থাকবে না ।। আর কার কোন সমস্যাও যেন নেই ।। যারা ধনী তাদের কাছে এই দাম কোন বেপার না ।। যারা গরিব তারা কথা বলতে ভয় পায় ।। কারন কাকে কি বলতে হয় , কিভাবে অধিকার নিতে হয় তারা তা জানে না ।।
মধ্যবিত্তের কাছে রোজার মাস অভিশাপ এর মতই ।।