গত কয়েক মাস এ বিদ্যুৎ এর দাম খালি বেড়েই চলেছে ।। খালি তাই নয় সরকার এই ক্ষেত্রে কিছু নিয়ম ও তৈরি করেছেন ।। যা নিছের link এ পাওয়া যাবে
Click This Link
কিন্তু সরকার শুরু করেছে নতুন এক প্রতারণা ।। আমরা যারা
মধ্যবিত্ত তাদের বিদ্যুৎ বিল সাধারনত দ্বিতীয় category তে পরে ।। অর্থাৎ ১০১-৪০০ ইউনিট বিদ্যুৎ বিল হওয়ার কথা ।। কিন্তু সরকার এর বিদ্যুৎ বিভাগ শুরু করা নতুন প্রতারনার মাধ্যমে টা তারা ৪২০ ইউনিট বিল করছে ।। ব্যাপারটা তারা সুচতুর ভাবে করছে ।।
বিদ্যুৎ বিল দেবার কথা ১ মাস এর অর্থাৎ ৩০ দিন এর ।। এতে অনেক বাসায় বিল আসে ৩০০-৩৮০ ইউনিট ।। কিন্তু এখন বিল করা হচ্ছে ৩২-৩৫ দিন এর ।। এতে করে ৪১০-৪২০ ইউনিট বিল হচ্ছে ।। এতে প্রতি ইউনিট এর দাম পরছে ৭.৮৯ টাকা ।। কিন্তু যদি ৩০-৩১ দিন এর বিল করা হত এবং তা যদি ১০১-৪০০ ইউনিট হত তাহলে প্রতি ইউনিট এর দাম পরত ৪.২৯ টাকা ।।
এসব দেখার যেন কেউ নেই ।। বিদ্যুৎ অফিসে যোগাযোগ করায় তারা কোনও সদুত্তর দিতে পারে নি এবং বলা হচ্ছে উপর মহল এর নির্দেশ এটি ।।
সরকার এর বিদ্যুৎ বিভাগের প্রতারণা যে কোথায় গিয়ে শেষ হবে টা আল্লাহ মালুম ।।