ছ্যাকা খাওয়া মানুষদের নিয়ে বিভিন্ন নাটক সিনেমা তৈরী হয়েছে। তাতে সাধারণত দেখানো হয় যে আজকে যাকে তুচ্ছ তাচ্ছিল্য করে অন্যজন চলে যায়, কিছুদিন পরে তার কাছেই কাঁনতে কাঁনতে আসা লাগে, সাহায্য চাইতে হয়।
এসব নিয়ে নাটক সিনেমা এতদূরই গিয়েছে যে বর্তমানে আমাদের সমাজে কেউ ছ্যাকা খেলে সে ফ্যান্টাসিতে ভুগে যে এমন কিছু হবে। কিন্তু আদতে কি তা হয়? হয়ত হয়, হয়ত হয় না। তবে আমার হিসাবে হলেও সেটা খুবই রেয়ার।
আমার এক কলিগের এমনটা হয়েছে। তবে কেউ এসে কান্নাকাটি করে নি। ঘটনাটা বলি।
আমার কলিগ ভারত থেকে সৌদী আরব এসেছে প্রায় ৮বছর হলো। মাত্র কয়েকমাস আগে তার একটা প্রমোশন হয়েছে, সে ম্যানেজার হয়ে গেছে। আর তার জায়গাটা ফাঁকা হওয়ায় আমাদের কম্পানি নতুন একজন লোক নিয়েছে। ইন্টারভিউয়ের মাধ্যমে যথাযথ ভাবেই সব হয়েছে।
ঐ কলিগ তার নতুন লাইন ম্যানেজিকে স্বপরিবারে দাওয়াত দিয়েছে। দাওয়াতের দিন ঐ লোক যখন হাজির, তখন অবস্থা ক্যারাভ্যারা। কারণ তার স্ত্রী হচ্ছে আমার ঐ কলিগের (ম্যানেজারের) প্রাক্তন প্রেমিকা!
ঐ প্রমিকা বিদেশে থাকে এমন একজনের সাথে বিয়ে করে ফেলেছিলো। এবং ঘটনাক্রমে তার প্রাক্তন হয়ে গেছে তার বরের বস! অর্থাৎ মেয়ে যদি প্রবাসী দেখে বিয়ে করে থাকে, তাহলে তার লস হয়েছে। কারণ সে একজন ম্যানেজারের বউ না হয়ে একজন কো-অর্ডিনেটরের বউ হয়েছে!
কাকতালীয় ভাবে তার ঘটনার সাথে আমার ঘটনা শুধু দেশের অংশে একটু মিলে যায়। যা আমি আমার
বৃষ্টির জলে ভিজেছে, ছিড়েছে তোমার শেষ চিঠিটা..... পোষ্টে লিখেছিলাম। ঐ লেখায় আমার কাছে নিজের লেখার একটা অংশ প্রিয় ছিলোঃ
তবে নাটক-সিনেমা-গল্পে যেমন নায়ক প্রচন্ড ধনী হয়ে যায়, নায়িকাকে নায়কের পায়ে পড়তে হয়; এমন কিছু ঘটেনি। আমি হয়ত চাইওনি এমন কিছু ঘটুক। অথবা চেয়েছি। কে জানে?
আমার ঐ কলিগ বাংলা পড়তে পারে না। তাকে আমার বৃষ্টির জলে ভিজেছে, ছিড়েছে তোমার শেষ চিঠিটা..... পোষ্টটার হিন্দি করে শুনিয়েছিলাম। সে হাসতে হাসতে জিজ্ঞাসা করেছিলো, আমার ক্ষেত্রেও যদি তার মত হয়, তখন? আমি উত্তর করিনি।
আমার ঐ কলিগ এখন ঐ ছেলেকে বেশ বিপদে রাখে, যন্ত্রণা দেওয়ার চেষ্টা করে। ছেলে বোকা, তাই সয়ে যায়। হয়ত ঐ ছেলে জানেই না যে তার স্ত্রী তার ম্যানেজারের প্রাক্তন।
আমি আমার ঐ বৃষ্টির জলে ভিজেছে, ছিড়েছে তোমার শেষ চিঠিটা..... পোষ্টের শেষে একটা কথা বলেছিলাম, ভালো থাকুক সবাই। ভালো থাকা কোন অপরাধ নয়। আমার বিশ্বাস, আমার সাথে এমনটা ঘটলে আমি অত্যাচার করতে পারবো না।
আপনি কি করবেন?