কান মলা লিখে গুগলে সার্চ দিয়েছিলাম। ৩৯,০০০ রেজাল্ট এসেছে। প্রথম দুই পাতা শুধু কানমলা কাকে বলে তার ব্যাখ্যা। বাংলায় কান মলা, ইংরেজীতে কান মলা। প্রথম পেজের শেষ রেজাল্টটাতে দেখা গেলো হৃদি কেন যেন রাজীবকে কানমলা দিয়েছে! এটা মনে হলো অপ্সরা নামে কোন উপন্যাস।
নাটক-সিনেমা-উপন্যাসে কেন যেন ছেলেদের কান মলা খেতে দেখা যায়। মেয়েদের কানমলা দিলে সেটা হয় অত্যাচার, অবলা নারীর উপর জুলুম!
সার্চ রেজাল্টের কয়েক পেজ যেতে না যেতেই সেটার উদাহরণ পেলাম। টাইটেল "মাত্রা ছাড়াচ্ছে মিঠাইয়ের বেয়াদপি! সবার সামনে মিঠাইয়ের কান মুলে দিল সিদ্ধার্থ"।
কিছুদিন আগে একজন একটা হিন্দি সিনেমার ঘটনা বলছিলো, শোনার ইচ্ছা ছিলো না; সে জিষ্ট বললো এক লাইনে। এক মহিলাকে তার বর সবার সামনে চড় মেরেছে, ঐ মহিলা তার বরকে তালাক দিয়েছে!
অন্য কারও সামনে মহিলাকে চড় মারাটা অবশ্যই খারাপ কাজ। সন্তানের সামনে পিতাকে মারাটাও চরম খারাপ কাজ।
তবে দেখা গেলো কোন একটা ভুলের কারণে "স্ত্রীর হাতে কান মলা খেলেন ভুটানের সাবেক প্রধানমন্ত্রী"! আর একটা পত্রিকা নিউজের টাইটেল দিয়েছে "ভালোবাসা দিবসে গোলাপ কিনতে ভুলে যাওয়ায় ভুটানের সাবেক ..."। খুব সম্ভবত ঘটনা একই।
এদিকে ২০১৬ সালে রাকিব সামছ নামে একজন ব্লগার লিখেছেন "কান মলা খেতে চাই।" উনার কান মলা খাওয়ার আগ্রহের প্রতি আমার কোন আগ্রহ জন্মায়নি, তাই তার কান মলা খাওয়ার আগ্রহের কারণও ঘাটতে যাইনি।
সময় নিউজের একটা লিংক চোখে পড়লো; "কান ধরে উঠবসের অনেক উপকারিতা! - Somoy News"। এটাও পড়ার ইচ্ছা হলো না।
এই নিউজের লিংকের ঠিক আগে আর একটা নিউজ দেখা গেলো। কেউ একজন ভালুকের কান মলে দিয়ে রক্ষা পেয়েছেন! আজিবতো! আসলেইতো কান ধরে উঠবসের মত কান মলারও উপকারীতা আছে দেখছি!
কান মলা নিয়ে আর কিছু পাওয়া যায় কিনা এমনটা ঘাটতেই একের পর এক পেজ পার হচ্ছিলাম। ৮ম পেজে গিয়ে দেখি ৯ম পেজ নাই! উপরে তাকিয়ে তখন দেখি সার্চ রেজাল্ট নাকি মাত্র ৮০টা!
বেয়াদব গুগল! কান মলে দেওয়া দরকার।