ব্লগে গত ১/২ দিন বিজ্ঞাপন নিয়ে বেশ বিতর্ক হয়ে গেলো। কেউ কেউ ব্লগারদের ধুয়ে দিলেন, কেউ কেউ দোষ দিলেন ব্লগ কর্তৃপক্ষের। কিন্তু মূল বিষয়টা কেউই পয়েন্টআউট করতে পারলেন না!
যারা পুরা পোষ্ট না পড়তে চান, তাদের জানিয়ে রাখি, মূল দোষটা বিজ্ঞাপন দাতারই!
যারা পক্ষে বিপক্ষে এতএত কথা বললেন, তারা কতজন ঠিক গুগলে বিজ্ঞাপন সেট করেছেন সেটা আমার জানা নাই। যদি কারও জানা থাকে বলে যেতে পারেন। গুগলে বিজ্ঞাপন খুব সতর্কতার সাথে এপ্রুভ হয়; পুরাটাই আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স দিয়ে হলেও এ ধরণের বাজে বিজ্ঞাপন গুগলে এপ্রুভ করাতে পারবেন না!
যারা বলছেন যে দর্শক যে সব সাইটে ঘুরে বেড়ায়, বিজ্ঞাপনও তেমন আসে। কথাটা এই ক্ষেত্রে আধা সত্য। কারণ যারা এমন বলছেন, তাদের কথা যে দর্শক পর্ন টাইপের সাইটে ঘুরছেন, তাই এমন বিজ্ঞাপন আসছে! কিন্তু তারা নিজেরাই খেয়াল করছেন না যে বিজ্ঞাপনটা পর্নের না।
আধা সত্য বললাম এ জন্য, কারণ গুগল অবশ্যই আপনার ভিজিট ট্রাক করে বিভিন্ন বিজ্ঞাপন দেখায়। তবে তার মধ্যে এ ধরণের অশ্লীল কিছু থাকে না।
মূল সমস্যা কোথায়?
নিচের দুইটা স্ক্রীণশট লক্ষ্য করুনঃ
যেই অশ্লীল বিজ্ঞাপনটি নিয়ে ক্যাচাল, ঐ বিজ্ঞাপনটির কর্ণারে দেখুন কোন ক্রস বাটন নাই। কিন্তু দ্বিতীয়টির কর্ণারে একটা ক্রস বাটন আছে। ওখানে ক্লিক করলে "মতামত জানান" নামে একটা বাটন আসে, এবং পরে নিচের মত কিছু অপশন দেয়ঃ
আপনি এই চারটার যে কোন একটাতে ক্লিক করলে ঐ বিজ্ঞাপন আর দেখাবে না।
তাহলে প্রথমটায় ক্রস বাটন নাই কেন? কারণ ঐটা গুগল থেকেও আসছে না; আর আপনার ব্রাউজিং অভ্যাস থেকেও আসছে না। ওটা থার্ডপার্টি কোন একটি বিজ্ঞাপন সাইট থেকে আসছে, যেখানে তারা তাদের ইচ্ছা মত কিছু বিজ্ঞাপন দেখাতে পারে।
অর্থ দাড়ায়, ব্লগ কর্তৃপক্ষ গুগলের বিজ্ঞাপন ছাড়াও এক বা একাধিক বিজ্ঞাপন প্রতিষ্ঠানের কোড ব্যবহার করেন। তারা তাদের সাইট থেকে ইনকাম বাড়াতে এটা করতেই পারেন। এটা সম্পূর্ণ তাদের মন মর্জির বিষয়।
এবং তার থেকে বড় বিষয় হচ্ছে, এই বিজ্ঞাপনের উপর ব্লগ কর্তৃপক্ষের কোন হাত নাই। তারা হয়ত যখন কি কি বিজ্ঞাপন দেখানো যাবে সিলেক্ট করেছেন, তখন অনেক গুলি অপশনের মধ্যে 'গেমস' একটি অপশন সিলেক্ট করেছেন। সেই হিসাবে গেম এর একটা বিজ্ঞাপন এসেছে। এর বাইরে ব্লগ কর্তৃপক্ষের কোন হাত থাকে না। হয়ত তারা বিজ্ঞাপনি প্রতিষ্ঠানকে অনুরোধ করতে পারেন এই বিজ্ঞাপনটা না দেখাতে। তবে সেটা কতটুকু ফলপ্রসু হবে সেটাও চিন্তার বিষয়।
তাই, একে অন্যের দিকে কাঁদা ছোড়াছুড়ি বন্ধ করে, আসেন ব্লগ কর্তৃপক্ষকে অনুরোধ করি তারা যাতে অন্য কোন বিজ্ঞাপন প্রোভাইডার ব্যবহার করেন। অথবা বিজ্ঞাপন প্রতিষ্ঠানটিকে অনুরোধ করেন এই ব্লগে এই বিজ্ঞাপনটি না দেখাতে।
সর্বশেষ এডিট : ১৪ ই জানুয়ারি, ২০২২ রাত ১:৪৭