ব্লগে ক্যাচাল নতুন কিছু না। মাঝে মধ্যেই ক্যাচাল লাগে। দুইদিন পর সবাই ভুলে যায়। ভুলে যাওয়ার আগে অবশ্য চরম উত্তেজনাপূর্ণ কথাবার্তা চলে।
ব্লগে বর্তমানে চলছে এক ক্যাচাল। মধ্যেখানে আমি ক্যাচালে পড়েছিলাম সৌদী থাকা এবং বই থেকে কোট করা নিয়ে। একজন ভদ্রলোক অভদ্রতার চরমসীমায় পৌছে আমার পোষ্টে বাজে ভাবে মন্তব্য করছেন প্রায়সই।
ওদিকে চলমান অন্য ক্যাচালে ব্লগাররা আবার দুই ভাবে বিভক্ত। বরাবরের মতই দুই দলেই সমর্থকদের আনাগোনা দেখা যাচ্ছে।
আর আমি ডরে কমেন্ট করতে পারতেছি না। কে কোনখান থেকে আবার কি নিয়া পিছে লেগে যায়!
নিজের পম্চাৎদেশ পরিস্কার রাখা সম্ভব হলেও পিছে যারা লেগে থাকে এদের পরিস্কার করা প্রায় অসম্ভব। তাই দূরে থাকতে চাই।
তাই ভাবছি আগামী শনিবার পর্যন্ত আর ব্লগে কমেন্ট করবো না। এমনকি আমার লেখায় কেউ কমেন্ট করলেও সেটার প্রতিউত্তর না করবার চেষ্টা করবো। ক্যাচাল কমুক, তারপর আবার সব দেখা যাবে।
ওহ, যাওয়ার আগে বলে যাই, I am Bat Man! পারলে কেউ ভুল প্রমান করেন!
সর্বশেষ এডিট : ১৪ ই ডিসেম্বর, ২০২১ রাত ১১:১৩