ব্লগে ঢুকে পয়লা কমেন্ট মারলাম এক ছাগলার পোস্টে,বছরের পয়লা কমেন্ট,মেজাজ টাই বিগড়াই গেসে.ভালো কিছু লিখতে পারলাম না,ছাগলা বলতে বাধ্য হইলাম।ছাগলা আবার যে সে বানদা না,দুর্ধষ ছাগলা!! হা হা হ!!।কি সব উলকি পুজা,ঘট পুজার গল্প কইতেসে,বাংলা নববর্ষ আসলেই এক শ্রেণীর ছাগলাদের ম্যাৎকারে কান পাতা দায়।
যাই হোক নতুন বছরে ভোরে উঠে ঘর সাফ করসি।দুর্লভ গুড়ের পায়েস রান্না করসি।বুন্দিয়া রান্না করসি। এরপর লুচি বানামু ভাবসি কিন্তু বলগাতেসি বইলা বানাইতে ইচ্ছা করতেসেনা।গোসল করমু,শাড়ি পইরা নাসতা খামু।আমার কাসে লাল শাড়িও নাই,হইলদা কালা শাড়ি আসে,তাই পইরা ইউটিউবে এসো হে বৈশাখ ছাড়মু। নতুন কাপড় কিনা দরকার ছিল,কিন্তি ইচ্ছা করতেসেনা।নতুন শাড়ি কিনা আর নতুন শার্ট,জিন্স কেনার মধ্যে কোন তুলনা হয়??জীবনে মনে হয় আর দেশে পয়লা বৈশাখ করতে পারমুনা। মাথায় চড়া দামে কেনা বেলীফুলের মালা লাগানো হইবোনা।হাইটা হাইটা পা ফুলে ঢোল হইবোনা,সুখী সুখী ন্যাকা কাপল দের দেখে মন উদাস হইবোনা।বুড়া হইয়া গেলাম রে বাই।দেশের কোন কিসুর লাইগা আমার মন কান্দে না,খালি পয়লা বৈশাখ আইলে বুক টা ফাইটা কানতে মন চায়।ভায়েরা আমার,যা পাইসেন তা এনজয় করেন।শুভ নববর্ষ!! গতকাল সাদা লাল ফুল কিনসি ,আজ তা শুকায় ঢলে পড়সে,তো কি হইসে,বেলী না হোক গোলাপ না হোক গার্বেরা আর হাইডেলবেরী কাঁটার শুভেচ্ছা রইল।
সর্বশেষ এডিট : ১৪ ই এপ্রিল, ২০১২ দুপুর ১২:১৮