সামু আইনস্টাইনের রিলাটিভিটি থিউরী প্রমাণ করিয়া দেখাইয়া দিল যে দ্রুতগতির মহাকাশচারীর (সামুর মডু পড়িতে হইবেক) কাছে যাহা ৭ দিন উহা অভাগা পৃথিবীবাসীর নিকট ২ বছর ২ মাস প্রতীয়মান হইতে পারে।
গতকাল দুপুরে ঘুম জড়ানো চোখে প্রথম খুললাম মাহী ফ্লোরা আপুর পোস্ট,পড়া শেষে কমেন্ট পড়তে পড়তে শেষে এসে দেখি আপনার মন্তব্য লিখুন ঘর টা দেখাচ্ছে।ভালোমত চোখ কচলে আবার দেখি,তাইতো,পড়িমড়ি করে নিজের ব্লগে ঢুকে ডানকোনায় তাকাই।নিরাপদ ব্লগার দেখে লাস্ট পোস্টে ঢুকে দেখি খাইছে আমারে,জানা আপা ব্লগ ঘুরে গেছেন,আমার রেকর্ড ভাংগার শব্দে উনার কানের ডাক্টারের কাছে নাকি যাইতে হবে।বুজলাম উনার আগমনের ফলস্বরূপ আজ বিড়ালের ভাগ্যে শিকা ছিড়ল। আমি আরো ভাবছিলাম এই নিক টার মায়া কাটিয়ে নতুন বছরে নতুন নিক খুলেই ফেলি,নতুন নিকের নাম নিয়েও ভাবনা শুরু করেছিলাম। রাগের চোটে ভাবছিলাম পোস্ট করবনা আর কোন। যারা আমাকে উৎসাহ দিয়েছেন সব্বাইকে ধন্যবাদ,যারা চুপিচুপি এসে ব্লগ ঘুরে দেখে গেছেন,আমাকে খুজে পাবার জন্য ধন্যবাদ,যারা আসেননি তারা আসবেন কোন না কোন দিন তাই আগাম ধন্যবাদ। সেইফ হলে সবাই মিস্টিমুখ করায়,আমি আপনাদের কোন কপি পেস্ট মিস্টি দিতে চাইনা,নিজের হাতে বানানো কিছু খাবার দিলাম,পাত পেড়ে খেয়ে যান
শীতের দিনে একটু পিঠা পায়েস দিয়ে নাস্তা হয়ে যাক।
প্রথমে হালকা পাতলা পাসতা খেয়ে দেখতে পারেন
এরপর একদম দেশি রুইমাছ ভুনা দিয়ে খিচুরী খেয়ে দেখেন:
এবার মিস্টিমুখ করে নিন গুলাবজাম দিয়ে।
সবশেষে একটু টার্ট খেয়ে যান।টার্ট ঐ কেকের ছোটভাই এর মত।
আশা করি পেট ভরে খেয়েছেন।এবার পান চাবান,বিড়ি খান,চা পান করুন নিজ নিজ দায়িত্বে!!! হ্যাপ্পি ব্লগিং!!!