আমার অবস্থাটা দেখেন একবার। ভাবসিলাম পুরানো ভাংগা আমার্না-আখেটাটেন প্রাসাদেই ডাকব আপনাদের,কিন্তু হতচ্ছাড়ার দল আমাকে এইভাবে বন্দী করে রেখেছে আজ কতকাল ধরে।
ছবিতে দেখুন সামুর মডারেটর সাহেব আমাকে কেমনে ওয়াচ করতেছে-কাচের বাক্সে আমায় আর কতদিন?? ৭ দিনের প্রমোদভ্রমণের কথা বলে মিশর থেকে বাক্সে ভরে দিল,আমিও নতুন আশায় ভেসে পরলাম,মানে আকাশেই ভেসে পরলাম,মাটিতে নেমে শুধাই, এ কোথায় নিয়ে এলে মনোহর??
জলদগম্ভীর কন্ঠে ওরা বললে: আর্য পুঙ্গবদের অন্ত:পুরেই তোমার স্থান।
এরে আমরা আর্য ভাষায় ডয়েশলান্ড বলি।তোমাদের ম্লেচ্ছ ভাষায় জার্মানী বলে।এবার চুপচাপ বসে থাক বাছা,তোমায় আনতে যা রাহাখরচ গেল ও বাবদ কদিন প্রদর্শন করি তোমার মাথা খানা,এক চোখ ত খুইয়েচ,বেশি ট্যা ফো করলে বাকি চোখখানা দেব গেলে,তোমার হেলথ ইনসুরেন্স কিন্তু করা নেই মনে রেখ।চুরি ইনসুরেন্স করা আচে,ব্রেকিং টাও,কিন্তু তোমার সেইফটি,সেটা আমাদের বিষয় নহে।
সেই থেকে শুরু। ৭ দিন আজ ২৭ মাস কাগজে কলমে। ব্লগীয় পোস্তদানা প্রদান হিসাবে ৪ মাস। জিসান শাহ ইকরাম ভাই কে ধন্যবাদ। আপনার উৎসাহেই নেফেরতিতি গ্যালারীতে বসল ,দেখি কত বছরে সামুর ৭ দিন হয়।
সর্বশেষ এডিট : ২২ শে নভেম্বর, ২০১১ সকাল ৭:২১