কিছু দিন ধরে টানা ব্লগ পড়ছি ,মনে পড়ে গেলো বহুদিন আগে নিক একটা খুলেছিলাম,চেক কোরে দেখি বাহ বাহ ,ফাকা একটা পেজ এ ৪৫ জন ভিসিট কোরে গেছেন।এককে বারে খালি প্রফাইল থাকা ঠিক না তাই ভাবলাম কিছু লিখি।
ফোনেটিক এ বাংলা লিখতে ভালোই লাগছে।রাশেড ভাইডি রে কেউ কি এটা দিয়া লিখতে কয়না কেন বুজলামনা।বেচারার দুক্কে পেড ফাডি কানতে মন চায়।
কী বোর্ড নিয়া ধস্তাধস্তি করতেসি আর গান শুনছি।
bring me to life, save me from the nothing I've become
Bring me to life
(I've been living a lie, there's nothing inside)
bring me to life
আর একটা চরম জিনিস শুনলাম
satriani -always with me always with you-
ইউটিউব এর কান্ড দেখলে মেজাজ বিগড়ায়,বেটারা ওরিজিনাল ভিডিও দেখতে দিচ্ছে না।কি আর করা,টাকলু সাট্রিয়ানি কবে কোথায় লাইভ ঠিকঠাক মত বাজালো তাই খুজে মরি।লিনক টা দিলাম,কপি পেস্ট করে দেখতে পারেন,
Click This Link
আমার মতে সেরা ব্লগ সাইট হল সামু,কারণ সামুর পাতায় পাতায় খালি বিনুদন আর বিনুদন।অন্য সাইট এ ভাব মার্কা লোক বেশি।যে সাইটে রাশেড ভাই আসে,সে সাইটের জবাব নাই।
আমার কিছু সওয়াল ছিলো-
১-ঝাঝা মানে কি?
২- ব্লগীয় ক্যাচাল এ না পড়ার উপায় কি?
৩-সামুর নেশা বেড়ে গেলে উপায় কি?