আমরা এগারো ভাইবোন...................সবাই একই মায়ের গর্ভজাত বা একই পিতার ওরশজাত নই...........তবে আমাদের পিতারা সবাই আপন ভাই অর্থাৎ আমরা চাচাতো ভাইবোন।
কেউ ঢাকাতে, কেউ খুলনাতে আবার কেউ থাকি এই চট্টগ্রামে আর কেউ নাভারনের গ্রামের বাড়িতে। বছরে একটা ঈদ সবাই একসাথে করার চেষ্টা করি.........আমাদের পিতাদেরও ইচ্ছা থাকে যত কষ্টই হোক না কেন কোরবানীটা সবাই একসাথে দিতে বা একবেলা একসাথে খাওয়া দাওয়া করতে। এবং বছরের ওই একটা ঈদের দিন হয় আমাদের ভাইবোনদের জন্য সবচাইতে আনন্দে দিন। সকাল থেকে একসাথে ঘুরে বেড়ানো, একসাথে খাওয়া, গল্প করা, এই মধ্য পঁচিশে দাড়িয়েও খেলা করা, গান করা..........মোটকথা পুরোটা সময় একসাথে কাটানো।
আমাদের গ্রামটা অনেক ইন্টারেসটিং........সুন্দর...........অদ্ভুত মায়ামাখা......আমরা সারাটাদিন শুধু ঘুরেছি, ছবি তুলেছি........ ঈদের আগের দিন গভীর রাতে আমরা সবাই মিলে যশোর রোডে অনেক মজা করে ছবি তুলেছি।
কেন যে দিনগুলো এভাবে শেষ হয়ে যায়...........
মনে হয় এই তো হাত বাড়ালেই ছুঁয়ে ফেলবো সব্বাইকে.........
আমার ভালোমানুষ ভাইয়াটা.....ফাজিল ফয়সাল......জ্ঞানী ওয়ারা.....প্রেমিক পুরুষ হাসান.....দুষ্টু মঈন....দস্যু ফুলন শুভ্রা.....চড়াৎমনি উর্ফা.......লক্ষী কোরা......লম্বু ওয়ারিন আর সুন্দরী সুমাইয়া..........
তোদের সবাইকে খুব মিস করছি রে.........আবার যে কবে দেখা হবে........আবার যে কবে উড়বো পাখির মতো........আবার যে কবে গায়ে মাখবো আমার পিতৃভূমির ধুলো........পথের ধারে আমাদের বাড়ির আঙিনায় আবার যে কবে জোসনা দেখবো................
বিশেষ ধন্যবাদ : ব্লগার পুরাতন ভাইকে.........আমাকে অনেকগুলো ছবি আপলোড করা শেখাবার জন্য..............থ্যাংকু ভাইয়া.....
সর্বশেষ এডিট : ০৭ ই ডিসেম্বর, ২০০৯ বিকাল ৩:২৬