১।
ইচ্ছে ছিল কাছে যাবার!
খুব কাছে!
ইচ্ছে ছিল নিশ্বাসের শব্দে মদির
মাদল শোনার!
এলো চুল হাওয়ায় উড়ে এসে আমার নাক মুখ ছুঁয়ে যাবে, আমি মুঠোভরা অতীন্দ্রিয় সুখ দিগন্তে ছড়িয়ে দেবো!
জোড়া শালিকের ভ্রুকুটি দেখতে দেখতে
সবুজ মেহগনির ছায়ায়
চোখে চোখে রৌদ্র দুপুর আঁকবো!
এ বেলা হয়নি কিছুই!
নির্লিপ্ত নীরবতায় কেটে গেছে কত শতাব্দী!
বারোয়ারি আকাশে বালিহাঁস উড়ে যায়!
উড়ে যায়!
কে তার খোঁজ রাখে–
২।
তোমার বুকের মইধ্যে হলুদ পাতা
সবুজ রইদ
কতোদিন দ্যাখা নেই
ঝরা পাতাদের গান মৌন বিষাদ
গল্পের শেষ নেই…
.
.
.
নীলসাধু
#কূর্চি_বারোয়ারি_আকাশ
#ছবি সংগ্রহ
#ছবি সম্পাদনা নীলসাধু
সর্বশেষ এডিট : ০৫ ই ডিসেম্বর, ২০২২ রাত ৯:০২