মহাখালীর মতোন উদ্ভট এক এলাকা যেখানে বাস, গাড়ি, সিএনজি, মানুষে গমগম করে।
বিরামহীন চিৎকার চেচামেচি- সেখানেই
প্রথমবারের মতোন দেখা হয়েছিলো আমাদের। আমি কিছুক্ষণ আগেই গিয়ে দাঁড়িয়ে আছি।
তারপর এলে তুমি।
আমাদের একে অন্যকে দেখা।
প্রথম দেখা।
তোমার মুখে জলছাপ হাসি। চুলগুলো কিছুটা এলোমেলো। অযতনে বাধা।
চোখগুলো হাসছে অবিরত।
আমি দেখছি।
চোখ ফেরাতেও ইচ্ছে করছে না। সারা মুখে কি অশেষ মায়া
আদর মাখা সবুজ বন যেন। ঘুমপাড়ানি গান।
আমি ঘোর কেটে যাবার পর বললাম, চলো
তুমি হেসে আমার সাথে চললে
মনে আছে তারপর কি হলো? আচ্ছা তুমি কি ভয় পেয়েছিলে সেদিন?
আমাকে কেন কবিতার ডাকাত ভেবেছিলে!
সে কথা মনে করে কতো হাসাহাসি। আমরা সেদিন শাহবাগ গিয়েছিলাম
পথে কাওরান বাজারে থেমে ছিলাম অনেকটা সময়।
ট্রেন যাচ্ছে।
মনে হলো, যেতে থাকুক এই ট্রেন। অনন্তকাল চলতে থাকুক এই সবুজ রঙের ট্রেন। ঢাকা থেকে রাজশাহী হয়ে কুমিল্লা চলে যাক। দিল্লী আগ্রা ঘুরে আসুক।
থেমে থাকুক সময়। আমরা এভাবেই কাটাই অনন্ত এক জীবন
কেটে যাক শীত গ্রীষ্ম আমাবস্যার অগুনতি রাত।
আচ্ছা সেদিনই কি টিএসসি থেকে হেঁটে গিয়েছিলাম আমরা? ঐযে তোমার বাসা অবধি?
মনে আছে তোমার!
ছবি//ইন্টারনেট সংগ্রহ
সর্বশেষ এডিট : ০৫ ই ডিসেম্বর, ২০২২ রাত ৮:৫৫