কি আছে তোমার
যে আমাকে মুগ্ধ হতে হবে?
আমি সারাদিন এই শহরে ঘুরি
বেনো জল দেখি
দুপুর দেখি
সকাল খুঁজি
অবেলার রোদ মাখি
কোন মানুষ দেখি না
সবুজ পাতা
নীল পাখী
স্বচ্ছ লেকের জল আমাকে টানে
অথচ তোমরা কেউ আমাকে টানতে পারো না
কি আছে তোমার
তোমাদের
যে আমাকে মুগ্ধ হতে হবে?
ঐ যে শিশুটি হাসছে তার মতোন তুমি কি হাসতে পারো
যে ফুল ফোটে আছে তুমি কি তার মতোন?
নদীর জলে যে সুর বাজে
তুমি কি গাইতে পারো তেমন করে?
নারকেলের চিরল পাতার মতোন এমন একটু ছায়া কি তুমি বানাতে পারো?
কি আছে তোমার
যে আমাকে মুগ্ধ হতে হবে?
নীলসাধু
বিশেষ ঘোষণাঃ
শিশুদের স্বাস্থ্য ক্যাম্প, শীতবস্ত্র বিতরণ, সুবিধাবঞ্চিত শিশুদের পাঠদান সহ মানবিক কাজে আগ্রহী স্বেচ্ছাসেবীদের বার্তায় যোগাযোগ করার জন্য অনুরোধ করছি।
প্রাথমিকভাবে ঢাকা মহানগরী এবং
পরবর্তীতে বাংলাদেশের অন্যান্য জেলা সমুহে কাজ করতে হতে পারে।
সকলের তথ্য নিয়ে আমরা একটি ডাটাবেজ করছি পরবর্তীতে এখান হতেই ইভেন্ট/কার্যক্রম অনুযায়ী আমরা তাদের সাথে যোগাযোগ করবো।
কি কি তথ্য জানাবেন?
নামঃ
পিতার নামঃ
মাতার নামঃ
বর্তমান ঠিকানাঃ
ফোন নাম্বারঃ
ইমেইলঃ
কারো ব্যক্তিগত তথ্য কারো সাথে/কখনোই শেয়ার করা হবে না। ইমেইল করুন
[email protected]
ধন্যবাদ।
সর্বশেষ এডিট : ০৫ ই ডিসেম্বর, ২০২২ রাত ৯:০৭