নদীতে গা ভিজিয়েছিল কূর্চি!
এক সন্ধ্যায় একে একে মুছে ফেলেছিল স্পর্শের সকল আর্য চিহ্ন! ভেবেছিল ভুলে যাবে রোদ ছায়া
শিমুল বন একলা দুপুর!
ভেবেছিল ভালো আছে।
উত্তরে হাওয়া এসে গোপনে চিবুক ছুঁয়ে যায়!
চোখ জুড়ে এক সমুদ্র জল। বিবর্ণ পাতাদের মাঝে ভাসে কার মুখ।
কূর্চি দেখতে চায় না কিছুই।
বিবাগী আসমান জুড়ে ফিসফাস।
টুপটাপ শিশির। হায় সময় তোমার কাছেই বন্ধক রেখেছি
অবেলার যতো গান।
নিশুতি রাতের রূপকথারা মেঘে মেঘে ভাসে...
.
.
#কূর্চি_রূপকথা
নীলসাধু
সর্বশেষ এডিট : ০৫ ই ডিসেম্বর, ২০২২ রাত ৯:০৭