এই শহরে আমি কখনো প্রেমিকা সঙ্কটে ভুগিনি
কাদম্বরী, মৃনালিনি কিংবা বনলতা
সবাই দিয়েছে সমান শীতলতা।
গভীর রাতে আমি কখনো নিয়মের শৃঙ্খল ভেঙে প্রমিলাকে নিয়ে দেখেছি রাতের শহর।
কখনোবা জোসনা দেখবো বলে নিরুদ্দেশ হবার কালে নরম হাতের স্পর্শ পেয়েছি রুপার ।
সব ছেড়েছুড়ে সুর্য দীঘল বাড়ি ফিরেছি যখন,
যখন অবশ হয়ে গেছি কংকটাকীর্ন সঙ্কটে
তখনো আবির্ভাব হয়েছে জয়গুনের আমার দৃশ্যপটে।
নার্গিস, রোহিণী, ভ্রোমর, লাবন্য, নীরা, কুসুম, চিত্রাঙ্গদা, সোদামিনি মালো, চন্দ্রমুখী, বিনোদিনী কিংবা পার্বতী।
সবাই আমার প্রাবন্ধিক মর্ত্যের আধুনিক সব প্রতিমূর্তি।