আকাশটা নেমে এলো পাহাড়ের চূড়ায়
ঝরণার টানা ছুটে চলার সাথে তোমার চাহনি
অনিন্দ্য এক অপরূপ ময়াবী সময়, জানি
এমন একটা বিকাল আমি চেয়েছিলাম; একটা দুপুর।
ভালোবাসায়; আদরে তুমি-আমি-আমরা তিনজন।
মেঘের রাজ্যে; পাহাড়ে জুম ঘরের ছায়ায়; পুরোটা দিন
প্রিয় পুত্র; প্রিয় পুত্রদ্বয়
জীবন থেকে ক্ষয়ে যাওয়া প্রতি মুহুর্ত
উজ্জ্বল আনন্দময় হওয়ার কথা তোমার-তোমাদের
কিছু সময় তো এমন থাকে; সব হয় না সবার
তবুও চাই
পাহাড়ের এই মেঘমালা, অথৈ সবুজ, ঝরনার জল-
তোমাদের জন্য বয়ে আনুক অনবিল আনন্দ
সর্বশেষ এডিট : ০৭ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:১৫