ভালোবাসার সংজ্ঞা জান নাকি কেউ?শব্দার্থ?
সবাই বলে,-“অভিধানেই তো দেওয়া আছে এর ব্যাখ্যা”।
কিন্ত আমি যদি বলি,
চাঁদের বাতি জ্বলা মধ্যরাতে বাতাসে প্রায়ই আমি তোমার চুলের গন্ধ পাই।
-এরই নাম ভালোবাসা!
যদি বলি,
অংক কষার ফাঁকে ফাঁকে তোমার নাম লিখে যাই খাতার প্রতিটি কোণে।
-এরই নাম ভালোবাসা!
যদি বলি,
চোখ বন্ধ করেও অনুভব করি-
তোমার চোখের দৃষ্টি ভেদ করে যাচ্ছে আমার অস্তিত্ব;
তোমার ভাবনাই আচ্ছন্ন করে রাখে আমার সমস্ত সত্তা।
-এরই নাম ভালোবাসা!
যদি বলি,
খামোখাই বাষ্পকণা জমে আমার চোখের কোণে;
খামোখাই মরে যেতে ইচ্ছে হয়; এত ভালোলাগা সহ্য হয় না বলে;
-এরই নাম ভালবাসা!
কী এসে যায়!! যদিও তোমার চুলে নেই রেশমের কোমলতা;
চলনে বলনে নেই ছিরিছাঁদ;
চোখের দৃষ্টিতে নেই কূহক মায়ার সম্মোহন;
-তবু এরই নাম ভালোবাসা!
আমি ভালোবাসার সংজ্ঞা পাইনি
কারণ ভালোবাসা এক ব্যাখ্যাতীত, তীব্র অনুভূতি,
এক অমোঘ নিয়তির হাতছানি,
আমার পৃথিবী জুড়ে তোমার যে অনুভব,
যাকে আমি সোনার কৌটায় করে আগলে রাখি বুকের ভেতর।
(শিরোনাম হিসেবে রবিঠাকুরের একটি পংক্তি ব্যবহার করেছি)